Ajker Patrika

'মৎস্যসম্পদ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার'

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৫ মে ২০২১, ১৮: ৩২
'মৎস্যসম্পদ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার'

ঢাকা: মৎস্য সম্পদ বৃদ্ধি ও রক্ষায় সরকার সবই করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ বুধবার (০৫ মে) রাজধানীর গুলশানে নৌ পুলিশ কর্মকর্তাদের সাথে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নৌ পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে। মন্ত্রী বলেন, যারা সরকারি নির্দেশনা উপেক্ষা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না।

শ ম রেজাউল করিম বলেন, সরকারের নানা পদক্ষেপের কারণে দেশে ৪৫ লক্ষ মেট্রিক টনের বেশি মাছ উৎপন্ন হচ্ছে। এ সব উদ্যোগের মধ্যে রয়েছে বছরে ২২ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধ, প্রতিবছর নভেম্বর থেকে জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা নিষিদ্ধ। সেই সাথে সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সাফল্যের পথে কেউ বাধা সৃষ্টি করতে চাইলে তাদেরকে ছাড় দেয়া হবে না।

নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত