Ajker Patrika

পাকিস্তানি মুদ্রা মিলল সুপ্রিম কোর্টের সিন্দুকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২১: ৫৯
পাকিস্তানি মুদ্রা মিলল সুপ্রিম কোর্টের সিন্দুকে

সুপ্রিম কোর্টের হিসাব শাখায় থাকা দুটি পুরোনো সিন্দুকে কী আছে তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছিল। 
আজ বুধবার সিন্দুক দুটি কাটার সময় দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় গ্যাস কাটার দিয়ে সিন্দুক দুটি কাটা হয়। 

এর মধ্যে একটিতে বান্ডিল করা টাকা, পুরোনো চিঠি, সিলমোহর, চাবি এবং পাকিস্তান আমলের কিছু ধাতব মুদ্রা পাওয়া যায়। এ ছাড়া অপরটিতে পাউডারের মতো মাটি পাওয়া যায়। ভেতরে পানি প্রবেশ করায় যা আঠালো হয়ে গেছে। 

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্দুক দুটি বেশ পুরোনো। তবে কত আগের সেটি বলা সম্ভব নয়। এর মধ্যে একটিতে ২০০৮ সালের ফৌজদারি মামলার নথি ছিল। যাতে ১৪ হাজার টাকার উল্লেখ আছে।’

সুপ্রিম কোর্টের হিসাব শাখায় থাকা দুটি পুরোনো সিন্দুক‘ধারণা করছি, এখানে ১৪ হাজার টাকা ছিল। এ ছাড়া পুরোনো চিঠি, সিলমোহর, চাবি এবং পাকিস্তান আমলের কিছু ধাতব মুদ্রা ছিল’ বলে জানান তিনি। 

সুপ্রিম কোর্টের হিসাব শাখায় থাকা দুটি পুরোনো সিন্দুকসুপ্রিম কোর্ট প্রশাসনের কোর্ট কিপার বশির আহমেদ হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্দুক দুটি কত আগের সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করছি, পাকিস্তান আমলে এখানে আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর এসব সিন্দুক তৈরি করা হয়েছিল।’ 

তিনি আরও জানান, সিন্দুক দুটি নিলামে বিক্রি করার সময় শর্ত ছিল ভেতরে থাকা জিনিসপত্র খুলে দিয়ে যেতে হবে। সে জন্যই এগুলো কাটা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত