প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): মা ফেরিতে থাকতেই কিছুটা অসুস্থ হয়ে পড়েন। ফেরি ঘাটে ভিড়ার সঙ্গে সঙ্গে লোকজন হুড়োহুড়ি করে নামতে শুরু করে। এসময় সেও ব্যাগ হাতে নেমে আসে। পন্টুনে নামার পর মাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে ভিড়ের মধ্যে। লোকজন নেমে গেলে ফেরির ডেকে পড়ে থাকতে দেখে মায়ের নিথর দেহ।
বাংলাবাজার ঘাটে ঘটে যাওয়া দুর্ঘটনার পর কান্নারত অবস্থায় বিলাপ করে এসব বলছিল নিহত নিপা আক্তারের ছেলে রিফাত হোসেন (১৪)।
ফেরির অপর যাত্রী আমির হোসেন বলেন, ‘ফেরিতে প্রচুর ভিড়। ফেরির ডেকে বেশিরভাগ যাত্রী গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে ছিল। দুই ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থেকে ফেরি বাংলাবাজার ঘাটে ভিড়ার আগেই অনেকে অসুস্থ হয়ে পড়ে। লোকজনের ভিড়ে আমরা প্রায় শ্বাস নিতে পারছিলাম না। তার ওপর রোদের কড়া তাপ। অনেকেই পানির জন্য চেঁচামেচি করছিল।'আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ৩নং ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের চাপে প্রাণ হারান পাঁচ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন আজকের পত্রিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু। তিনি বলেন, ধারণা করা হচ্ছে লোকগুলো হিটস্ট্রোকে মারা গেছেন। অসুস্থদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে আছেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকার নিপা আক্তার (৩৪) ও আনছার মাতবর (১২)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, আজ সকালের দিকে শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই রোরো ফেরি এনায়েতপুরী বাংলাবাজারের উদ্দেশে রওনা হয়। মাঝ পদ্মায় তীব্র গরমে জ্ঞান হারান চার যাত্রী। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এর আগে অন্য একটি ফেরি থেকে নামার সময় যাত্র্রীদের চাপে প্রাণ হারায় আনছার মাতবর।
ঘাট সূত্রে জানা গেছে, আনছারের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলায়। আনছার নড়িয়ার কালিকাপ্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাতবরের ছেলে।
আরও পড়ুন:
শিবচর (মাদারীপুর): মা ফেরিতে থাকতেই কিছুটা অসুস্থ হয়ে পড়েন। ফেরি ঘাটে ভিড়ার সঙ্গে সঙ্গে লোকজন হুড়োহুড়ি করে নামতে শুরু করে। এসময় সেও ব্যাগ হাতে নেমে আসে। পন্টুনে নামার পর মাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে ভিড়ের মধ্যে। লোকজন নেমে গেলে ফেরির ডেকে পড়ে থাকতে দেখে মায়ের নিথর দেহ।
বাংলাবাজার ঘাটে ঘটে যাওয়া দুর্ঘটনার পর কান্নারত অবস্থায় বিলাপ করে এসব বলছিল নিহত নিপা আক্তারের ছেলে রিফাত হোসেন (১৪)।
ফেরির অপর যাত্রী আমির হোসেন বলেন, ‘ফেরিতে প্রচুর ভিড়। ফেরির ডেকে বেশিরভাগ যাত্রী গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে ছিল। দুই ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থেকে ফেরি বাংলাবাজার ঘাটে ভিড়ার আগেই অনেকে অসুস্থ হয়ে পড়ে। লোকজনের ভিড়ে আমরা প্রায় শ্বাস নিতে পারছিলাম না। তার ওপর রোদের কড়া তাপ। অনেকেই পানির জন্য চেঁচামেচি করছিল।'আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ৩নং ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের চাপে প্রাণ হারান পাঁচ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন আজকের পত্রিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু। তিনি বলেন, ধারণা করা হচ্ছে লোকগুলো হিটস্ট্রোকে মারা গেছেন। অসুস্থদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে আছেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকার নিপা আক্তার (৩৪) ও আনছার মাতবর (১২)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, আজ সকালের দিকে শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই রোরো ফেরি এনায়েতপুরী বাংলাবাজারের উদ্দেশে রওনা হয়। মাঝ পদ্মায় তীব্র গরমে জ্ঞান হারান চার যাত্রী। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এর আগে অন্য একটি ফেরি থেকে নামার সময় যাত্র্রীদের চাপে প্রাণ হারায় আনছার মাতবর।
ঘাট সূত্রে জানা গেছে, আনছারের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলায়। আনছার নড়িয়ার কালিকাপ্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাতবরের ছেলে।
আরও পড়ুন:
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
৭ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
১০ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
২০ মিনিট আগে