Ajker Patrika

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ভাতা বন্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ভাতা বন্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে শিক্ষকদের জন্য বরাদ্দ করা গবেষণা ভাতা বন্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। 

গত ১৮ই এপ্রিল থেকে শিক্ষকদের গবেষণা ভাতা বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। অফিস আদেশটি ১৬ই মে জানানো হলেও আজ বৃহস্পতিবার বিষয়টি সাংবাদিকদের নজরে এসেছে। 

অফিস আদেশে বলা হয়েছে, ‘গত ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের গবেষণা ভাতা দেওয়া বন্ধ করা হয়েছে।’ 

এদিকে গবেষণা ভাতা বন্ধ করার সিদ্ধান্তে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক। তাঁরা বলেন, ‘এটা খুবই দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজই তো গবেষণা করা, জ্ঞান উৎপাদন করা। বিশ্ববিদ্যালয় শুধু পাঠশালা নয়, গবেষণা ছাড়া নতুন জ্ঞান উৎপাদন সম্ভব নয়। একটা প্রধান উদ্দেশ্য পূরণের পরিবর্তে এমন সিদ্ধান্ত নেওয়া হতাশাজনক।’ 

সংশ্লিষ্টরা জানান, গবেষণা ভাতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাসিক তিন হাজার টাকা করে দেওয়া হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত