Ajker Patrika

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় নারী নিহত 

ঢামেক প্রতিবেদক
রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় নারী নিহত 

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সোয়া ১১টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরে বিকেলে তাঁর স্বজনেরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেছেন।

নিহত ওই নারীর নাম নাঈমা ছাত্তার (৩৫)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার লালপুর দরজিপাড়া গ্রামে।

নিহতের চাচা জিহাদুল ইসলাম সুমন আজকের পত্রিকাকে জানান, বর্তমানে বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন নাঈমা সাত্তার। তার বাবা আব্দুল ছাত্তার অনেক আগেই মারা যান। প্রায় ৮ বছর আগে তার বিয়ে হয়েছিল। ছয় মাস সংসার করার পর বিচ্ছেদ হয়ে যায়। এরপর আর বিয়ে করেননি তিনি।

জিহাদুল ইসলাম বলেন, ‘দুপুরে পুলিশের মাধ্যমে খবর পাই নাঈমা মগবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মারা গেছে। পরে ঢাকা মেডিকেলে এসে নাঈমার মরদেহ দেখতে পাই। প্রতিদিন সকালে নাঈমা হাটতে বের হতো। বাড্ডা এলাকার ডিআইটি প্রজেক্ট এলাকাতেই হাটতো। কিন্তু আজ মগবাজার এলাকায় কেন এসেছিল, আমাদের জানা নাই।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারী রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। কমলাপুরগামী একটি ট্রেন চলে যাওয়ার পর ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। তখনই বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন চলে আসে। সেই ট্রেনের সঙ্গে ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা প্রথমে তাঁকে মগবাজার ইনসাফ আল বারাকা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) জয়নব আজকের পত্রিকাকে জানান, সকালে মগবাজার রেলগেটের পাশে ট্রেনের ধাক্কায় ওই নারীর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরে সিআইডি ক্রাইমসিন ইউনিটের সহযোগিতায় তাঁর পরিচয় জানা যায়। পরে তার স্বজনদের খবর দেওয়া হলে তাঁরা ঢাকা মেডিকেলে গিয়ে পরিচয় শনাক্ত করেছেন।

তিনি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. তমিজ উদ্দিন জানান, মগবাজার রেলগেটের পাশে সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত