Ajker Patrika

আপন জুয়েলার্সের মালিক আজাদের বিরুদ্ধে দুদকের মামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

আপন জুয়েলার্সের মালিক আজাদ আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজাদ আহমেদের বিরুদ্ধে ১৩ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।’

মামলার এজাহারে বলা হয়েছে, আপন জুয়েলার্সের মালিক আজাদ আহমেদের বিরুদ্ধে ২০১৮ সালের ৫ জুন সম্পদ বিবরণীর নোটিশ জারি করেন দুদকের তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা সেলিনা আখতার মনি। এক মাস পর তিনি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। আজাদ আহমেদের দেওয়া বিবরণীতে ৩৯ কোটি টাকার কিছু বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ থাকার কথা ঘোষণা দেন। 

দুদকের অনুসন্ধানকালে, তার আয়-ব্যয় হিসাব করে মোট বৈধ সম্পদ থেকে ১৩ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৮৬২ টাকা মূল্যের সম্পদ বেশি পাওয়া যায়। যা আজাদ আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে সংস্থাটির অনুসন্ধানে প্রমাণ হয়েছে। তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়। 

সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০১৭ সালের মে ও জুন মাসের বিভিন্ন সময়ে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে অবৈধ ১৫ মণ স্বর্ণ ও হীরার অলংকার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই স্বর্ণ কেলেঙ্কারির পর প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনজনিত দুর্নীতির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে শুল্ক গোয়েন্দা থেকে চিঠি পাঠানোর পর দুদকে কার্যক্রম শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত