নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপন জুয়েলার্সের মালিক আজাদ আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজাদ আহমেদের বিরুদ্ধে ১৩ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।’
মামলার এজাহারে বলা হয়েছে, আপন জুয়েলার্সের মালিক আজাদ আহমেদের বিরুদ্ধে ২০১৮ সালের ৫ জুন সম্পদ বিবরণীর নোটিশ জারি করেন দুদকের তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা সেলিনা আখতার মনি। এক মাস পর তিনি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। আজাদ আহমেদের দেওয়া বিবরণীতে ৩৯ কোটি টাকার কিছু বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ থাকার কথা ঘোষণা দেন।
দুদকের অনুসন্ধানকালে, তার আয়-ব্যয় হিসাব করে মোট বৈধ সম্পদ থেকে ১৩ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৮৬২ টাকা মূল্যের সম্পদ বেশি পাওয়া যায়। যা আজাদ আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে সংস্থাটির অনুসন্ধানে প্রমাণ হয়েছে। তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়।
সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০১৭ সালের মে ও জুন মাসের বিভিন্ন সময়ে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে অবৈধ ১৫ মণ স্বর্ণ ও হীরার অলংকার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই স্বর্ণ কেলেঙ্কারির পর প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনজনিত দুর্নীতির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে শুল্ক গোয়েন্দা থেকে চিঠি পাঠানোর পর দুদকে কার্যক্রম শুরু হয়।
আপন জুয়েলার্সের মালিক আজাদ আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজাদ আহমেদের বিরুদ্ধে ১৩ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।’
মামলার এজাহারে বলা হয়েছে, আপন জুয়েলার্সের মালিক আজাদ আহমেদের বিরুদ্ধে ২০১৮ সালের ৫ জুন সম্পদ বিবরণীর নোটিশ জারি করেন দুদকের তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা সেলিনা আখতার মনি। এক মাস পর তিনি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। আজাদ আহমেদের দেওয়া বিবরণীতে ৩৯ কোটি টাকার কিছু বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ থাকার কথা ঘোষণা দেন।
দুদকের অনুসন্ধানকালে, তার আয়-ব্যয় হিসাব করে মোট বৈধ সম্পদ থেকে ১৩ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৮৬২ টাকা মূল্যের সম্পদ বেশি পাওয়া যায়। যা আজাদ আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে সংস্থাটির অনুসন্ধানে প্রমাণ হয়েছে। তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়।
সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০১৭ সালের মে ও জুন মাসের বিভিন্ন সময়ে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে অবৈধ ১৫ মণ স্বর্ণ ও হীরার অলংকার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই স্বর্ণ কেলেঙ্কারির পর প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনজনিত দুর্নীতির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে শুল্ক গোয়েন্দা থেকে চিঠি পাঠানোর পর দুদকে কার্যক্রম শুরু হয়।
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে মহাখালী রেলক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে এই অবরোধ করেন তাঁরা। এতে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটে চলাচল করা হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
১৯ মিনিট আগেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩৬ মিনিট আগেআজ ৩ ফেব্রুয়ারি, সোমবার সারাদিনে ঘটে যাওয়া আলোচিত ১০টি খবরের মধ্যে রয়েছে—তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের প্রস্তুতি, সামান্থার নতুন প্রেম, আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে বাড়িঘর লুটপাট, গণঅভ্যুত্থান নিয়ে সাবেক সেনাপ্রধানের বিশ্
৩৯ মিনিট আগেচট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে