Ajker Patrika

‘উন্নত রাষ্ট্রগুলো ভাবেনি দুই বছরের মধ্যে বাংলাদেশে ফাইভ-জি চালু হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ২১: ০০
Thumbnail image

বিশ্বে ফাইভ-জি চালুর মাত্র দুই বছরের ব্যবধানে বাংলাদেশ ফাইভ-জি যুগে যাবে এটা হয়তো উন্নত দেশের কেউ চিন্তাভাবনা করেনি বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আজ শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘করোনার মধ্যে ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা ডিজিটাল প্রযুক্তি কাকে বলে তা ভালোভাবে অনুভব করেছে। এ সময়ে আমাদের জীবন, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে পড়িনি।’ 

মোস্তফা জব্বার বলেন, আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে মাতৃভাষার দিক দিয়ে একমাত্র চীনারা আমাদের ওপরে থাকবে। চীনাদের সঙ্গে আমরা পারব না। মান্দারিনের সঙ্গে লড়াই করে আমরা পারব না। কিন্তু পৃথিবীর কোনো ভাষা বাংলাদেশের মাতৃভাষার সমকক্ষ হবে না। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, ‘আমাদের বাংলাদেশের ৫০ বছরের যে অগ্রগতি তার প্রতিবন্ধকতাও আমরা চিহ্নিত করতে চাই। চিহ্নিত করে আমাদের আগামীর যে যাত্রা, যেখানে আগামী ৫০ বছরে শতবর্ষে বাংলাদেশ এক ভিন্ন ও মানবিক বাংলাদেশ হবে। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যাতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, সে আহ্বান আমরা সব সময় রাখতে চাই।’ 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুস সালাম হাওলাদার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, সংসদ সদস্য আরমা দত্ত প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত