নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিল্টন সমাদ্দারের আশ্রম ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে’ মারা যাওয়া ব্যক্তিদের লাশ রাতের আঁধারে খুব গোপনে দাফন করা হতো। লাশ দাফনের আগে সিটি করপোরেশনের যে সনদের প্রয়োজন হতো, সেটা তিনি কখনোই নিতেন না। উল্টো সব কাজ শেষে নিজেই সিটি করপোরেশনের সিল-সই দিয়ে সনদ বানিয়ে রাখতেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। তিনি বলেন, ‘মিল্টন সমাদ্দারকে পুলিশ গতকাল (বুধবার) রাতে গ্রেপ্তার করে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মোট তিনটি মামলা হবে। ইতিমধ্যে একটি মামলা হয়েছে। রাতের আঁধারে সিটি করপোরেশনের সনদ ছাড়াই মৃতদেহ দাফন করার অভিযোগে মামলাটি হয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছি। রিমান্ডে আসার পর তাঁর যে অপকর্মগুলো আছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
দায়ের হওয়া মামলার বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘রাতের আঁধারে মিল্টন সমাদ্দার মরদেহ দাফন করতেন। সিটি করপোরেশনের সিল নিজেই মারতেন। সেই কাগজগুলো পুলিশ উদ্ধার করেছে। এ ছাড়া আরও দুজন ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে থানায় আছেন। দ্রুতই সেগুলো নথিভুক্ত হবে।’
ডিবিপ্রধান বলেন, ‘মিল্টনকে রিমান্ডে নিয়ে তাঁর স্ত্রীকেও (মিতু হালদার) ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর যদি কেউ তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করে, তাহলে তাঁকেও গ্রেপ্তার করা হবে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ, সেগুলো তিনি অস্বীকার করতে পারেননি।’
জানা গেছে, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের টর্চার সেলে মানুষকে মারধরের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বির আহম্মদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্সী ছাব্বির বলেন, ‘মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলার হয়েছে। জাল মৃত্যুসনদ তৈরিরর অভিযোগে একটি। তাঁর আশ্রমের টর্চার সেলে মানুষকে মারধরের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। এ ছাড়া মানব পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা প্রক্রিয়াধীন।’
এর আগে, বুধবার সন্ধ্যায় মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের করে পুলিশ। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা শিশুদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করার ছবি-ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনায় আসেন মিল্টন সমাদ্দার। গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আশ্রয়কেন্দ্রের নামে তাঁর অনিয়মের খবর প্রকাশ হতে থাকলে আবারও তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়।
আরও পড়ুন:
মিল্টন সমাদ্দারের আশ্রম ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে’ মারা যাওয়া ব্যক্তিদের লাশ রাতের আঁধারে খুব গোপনে দাফন করা হতো। লাশ দাফনের আগে সিটি করপোরেশনের যে সনদের প্রয়োজন হতো, সেটা তিনি কখনোই নিতেন না। উল্টো সব কাজ শেষে নিজেই সিটি করপোরেশনের সিল-সই দিয়ে সনদ বানিয়ে রাখতেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। তিনি বলেন, ‘মিল্টন সমাদ্দারকে পুলিশ গতকাল (বুধবার) রাতে গ্রেপ্তার করে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মোট তিনটি মামলা হবে। ইতিমধ্যে একটি মামলা হয়েছে। রাতের আঁধারে সিটি করপোরেশনের সনদ ছাড়াই মৃতদেহ দাফন করার অভিযোগে মামলাটি হয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছি। রিমান্ডে আসার পর তাঁর যে অপকর্মগুলো আছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
দায়ের হওয়া মামলার বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘রাতের আঁধারে মিল্টন সমাদ্দার মরদেহ দাফন করতেন। সিটি করপোরেশনের সিল নিজেই মারতেন। সেই কাগজগুলো পুলিশ উদ্ধার করেছে। এ ছাড়া আরও দুজন ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে থানায় আছেন। দ্রুতই সেগুলো নথিভুক্ত হবে।’
ডিবিপ্রধান বলেন, ‘মিল্টনকে রিমান্ডে নিয়ে তাঁর স্ত্রীকেও (মিতু হালদার) ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর যদি কেউ তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করে, তাহলে তাঁকেও গ্রেপ্তার করা হবে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ, সেগুলো তিনি অস্বীকার করতে পারেননি।’
জানা গেছে, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের টর্চার সেলে মানুষকে মারধরের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বির আহম্মদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্সী ছাব্বির বলেন, ‘মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলার হয়েছে। জাল মৃত্যুসনদ তৈরিরর অভিযোগে একটি। তাঁর আশ্রমের টর্চার সেলে মানুষকে মারধরের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। এ ছাড়া মানব পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা প্রক্রিয়াধীন।’
এর আগে, বুধবার সন্ধ্যায় মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের করে পুলিশ। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা শিশুদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করার ছবি-ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনায় আসেন মিল্টন সমাদ্দার। গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আশ্রয়কেন্দ্রের নামে তাঁর অনিয়মের খবর প্রকাশ হতে থাকলে আবারও তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়।
আরও পড়ুন:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু তোলায় সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় চালককে ৫০ হাজার করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেন। অপর চালককে ১৫ দিনের কারাদণ্ড দেন।
২ মিনিট আগেপ্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল (১৫ মে) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে অপারেটর কেন্দ্রিক
৮ মিনিট আগেজাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের পৈতৃক বাড়ি সুন্দর মহল ও নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল
১১ মিনিট আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানসহ ঘনিষ্ঠ তিনজনের বাড়ি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১৬ মিনিট আগে