Ajker Patrika

‘মা’ ডেকে সিএনজিতে তুলে শিক্ষার্থীর শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২২: ৩৪
‘মা’ ডেকে সিএনজিতে তুলে শিক্ষার্থীর শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীর বিজয় সরণি এলাকায় এক শিক্ষার্থীকে মা ডেকে ভাড়া শেয়ার করার প্রস্তাব দেন এক বৃদ্ধ। সিএনজি অটোরিকশায় করে তাঁরা এক স্থানে যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার থানায় অভিযোগ করলে আমীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা-পুলিশ। ভুক্তভোগী একটি বেসরকারি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী।

আজ রাতে এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোহম্মদ মহসীন।

ওসি বলেন, গতকাল সোমবার বিকেলে ওই শিক্ষার্থী বাসায় ফেরার জন্য ফার্মগেটে অপেক্ষা করছিলেন। এ সময় আমির হোসেনও ওই স্থানে ছিলেন। আমির হোসেন ভাড়া শেয়ার করে যৌথভাবে সিএনজি অটোরিকশায় যাওয়ার প্রস্তাব দেন। যৌথভাবে গেলে ভাড়া কম লাগবে তাই ওই শিক্ষার্থী রাজি হন।

ওসি আরও বলেন, আমির হোসেন ‘মা’ ডাকায় ওই শিক্ষার্থী আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু গাড়িতে উঠেই আমির শিক্ষার্থীর গায়ের স্পর্শকাতর স্থানে হাত দেন। গন্তব্যে পৌঁছে আমির নিজেই পুরো ভাড়া দিয়ে দেন এবং তাঁর মোবাইল নম্বর দেন। ভুক্তভোগী লোকলজ্জায় কাউকে কিছু বলেননি।

আজ বিকেলে আমির হোসেন তাঁকে ফোনকল করে আবার একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। শিক্ষার্থী পরে পুলিশের কাছে অভিযোগ দিলে তেজগাঁও থানার ফার্মগেট মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মোহম্মদ মহসীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত