Ajker Patrika

মধ্যরাতে উত্তপ্ত ইডেন, দেখা মেলেনি সভাপতি-সম্পাদকের 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৪: ২৮
মধ্যরাতে উত্তপ্ত ইডেন, দেখা মেলেনি সভাপতি-সম্পাদকের 

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার চাঁদাবাজি ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় জান্নাতুল ফেরদৌস নামে এক ছাত্রলীগ নেত্রীকে মারধর, হেনস্তা এবং বাধ্য করে অশ্লীল ছবি তোলারও অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীদের বিরুদ্ধে। কিন্তু এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের দেখা মেলেনি ক্যাম্পাসে।

গতরাত (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার সময় রাজিয়া বেগম ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানার বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে স্লোগান ও মিছিল দিতে দেখা যায়। রাত ৩টায় ক্যাম্পাসে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য এলেও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের দেখা মিলেনি।

শাখা ছাত্রলীগের একাধিক নেত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা যখন ঘটে, তখন আমরা সিনিয়ররা সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে তাঁদের রুমে গিয়ে পাইনি। আমাদের পক্ষ থেকে অনেকেই ফোন দিলোও, তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আমরা জানতে পেরেছি গণমাধ্যমকর্মীরাও তাঁদেরকে ফোনে পাননি।’

ইডেন কলেজের ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আজ রোববার সকালে ছাত্রলীগের সভাপতি আন নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সংঘটিত বিশৃঙ্খলা তদন্তের স্বার্থে তিলোত্তমা শিকদার ও বেনজির হোসেন নিশিকে নিয়ে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। উক্ত তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এদিকে রাত ৩টার সময়ে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে শাখা ছাত্রলীগের ১৬ জন সহসভাপতি, তিনজন যুগ্ম-সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক প্রায় ১০০ জন সাধারণ শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বরবার দেওয়া হয়।

স্মারকলিপির দাবিগুলো হলো:
১. প্রশাসনের কাছে শাখা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীর ওপর অতর্কিত হামলার বিচার চাই।
২. মেয়েদের সঙ্গে পূর্বে ও বর্তমানে অকথ্য গালিগালাজের সুষ্ঠু বিচার চাই। 
৩. সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক অশ্লীল প্রস্তাব দেওয়ার সুষ্ঠু তদন্ত চাই। 
৪. গণহারে শতাধিক রুম দখলের তদন্ত চাই।
৫. আমাদের অভিভাবক মাতৃতুল্য অধ্যক্ষকে নিয়ে কটাক্ষ করে কথা বলার জবাব চাই।
৬. ছাত্রী হলের ক্যানটিনে একচেটিয়া চাঁদাবাজি ও একচেটিয়া রাজনীতি বন্ধ চাই ৷ এ বিষয়ে প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে ৷ 
৭. ক্যাম্পাসের কোনো সিসিটিভি ফুটেজ লুকানো যাবে না৷ সম্পূর্ণ ভিডিও ফুটেজ তদন্ত কমিটিকে প্রদান করতে হবে৷ 
৮. অবৈধভাবে যে ওয়াইফাই সংযোগ প্রবেশ করানো হয়েছে, তা অবশ্যই প্রশাসনের মাধ্যমে বের করে দিতে হবে ৷ সভাপতি ও সাধারণ সম্পাদক যে পরিমাণ অর্থ নিয়েছেন, তা সম্পূর্ণ ফেরত দিতে হবে ৷ এ সময় কমিটিতে থাকা বাকি ৪২ জন নেত্রী ও কলেজ প্রশাসন উপস্থিত থাকবেন। 
৯. জান্নাতুল ফেরদৌসীর যে অশ্লীল ছবি তোলা হয়েছে, তা প্রশাসনের সামনে মুছতে হবে ৷ 
১০. বঙ্গমাতা হলের ১১ তলায় যে রুম দখল আছে তা উদ্ধার করতে হবে ৷ 
১১. রিভার অনুসারী সহসভাপতি মিম ইসলাম ও রোকসানা মেয়েদের সঙ্গে যে অত্যাচার করেছে তার বিচার করতে হবে৷ 

সার্বিক বিষয়ে জানতে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানাকে ফোন দেওয়া হলে তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যকে একাধিকবার ফোন দেওয়ার হলে তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, সম্মেলনের প্রায় তিন বছর পর গত ১৩ মে তামান্না জেসমিন রিভাকে সভাপতি ও রাজিয়া সুলতানাকে সাধারণ সম্পাদক করে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার ওই দিন রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত বিক্ষোভ করেছিলেন পদবঞ্চিতরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত