Ajker Patrika

বছরের ব্যবধানে দ্বিগুণ আকারের বাজেট ঘোষণা করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২২: ১৪
বছরের ব্যবধানে দ্বিগুণ আকারের বাজেট ঘোষণা করল ডিএসসিসি

২০২৩-২৪ অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ২০২২-২৩ অর্থবছরে ডিএসসিসির বাজেট ছিল ৬ হাজার ৭৩৭ কোটি ৭৮ লাখ টাকা, পরে সংশোধিত বাজেট হয় ১ হাজার ৯৯৭ কোটি ৭৫ লাখ টাকা। এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ডিএসসিসি মশার মারতে ব্যয় ধরেছে প্রায় ৪৭ কোটি টাকা। 

আজ সোমবার বিকেলে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে এ বাজেট ঘোষণাকালে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এসব তথ্য তুলে ধরেন। তিন অর্থবছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যায়, ডিএসসিসির রাজস্ব আদায় প্রতিবছর বাড়ানো হয়েছে। ২০২০-২১ অর্থবছরে রাজস্ব ডিএসসিসির রাজস্ব আয় হয়েছে ৬৮৩ কোটি ১০ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আয় হয়েছিল ৮৩৩ কোটি ৪৯ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ৯৫৪ কোটি ৯৬ লাখ টাকা। 

রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে বাজেট বক্তব্যে মেয়র তাপস বলেন, ‘আমি নির্বাচনকালীন কোনো কর বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি আমি অক্ষরে অক্ষরে রক্ষা করেছি। আমরা কোনো কর বৃদ্ধি করিনি। বরং আয়ের খাত বৃদ্ধি, কর ফাঁকি রোধ এবং বকেয়া কর আদায়ের মাধ্যমে আমরা রাজস্ব আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। যথাযথ তদারকি এবং নতুন ১২টি খাত হতে অর্থ আদায়ের ফলে রাজস্ব আদায়ে আমরা সফল হয়েছি।’ 

ডিএসসিসির ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৬৫ দশমিক ৬৬ কোটি টাকা। উল্লেখযোগ্য ব্যয়ের খাতগুলোর মধ্যে বেতন-ভাতা বাবদ ৩০০ কোটি এবং বিদ্যুৎ, জ্বালানি, পানি ও গ্যাস বাবদ ৭৯ কোটি নির্ধারণ করা হয়েছে। মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ২৮ দশমিক ৮৪ কোটি, সরবরাহ বাবদ ৬০ দশমিক ৬৯ কোটি, ভাড়া, রেটস ও কর খাতে ১১ দশমিক ২৫ কোটি, কল্যাণমূলক ব্যয় বাবদ ১৩ দশমিক ৮৭ কোটি, বিজ্ঞাপন ও প্রচারণা বাবদ ৪ দশমিক ৬০ কোটি, ফিস বাবদ ৯ দশমিক ৭৫ কোটি। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা বাবদ ৩০ দশমিক শূন্য ২ কোটি টাকা ব্যয় করা হবে। 

২০২৩-২৪ অর্থবছরে ডিএসসিসির মশা মারতে ব্যয় নির্ধারণ করেছে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় হবে ৪ কোটি ৫০ লাখ টাকা। মশকনিধন কীটনাশক ক্রয়ে ব্যয় হবে ৩৮ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহন বাবদ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান কাউন্সিলর, বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত