নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা প্রদান বিষয়ে জটিলতা তৈরি হওয়ায় অতিরিক্ত কাজ করা বন্ধ করে দিয়েছেন রেলওয়ের রানিং স্টাফেরা। গত ২৩ জুলাই সকাল থেকে তারা সরকারি নিয়ম মাফিক ডিউটি পালন করে যাচ্ছেন আট ঘণ্টা। আর এতেই বিপাকে পড়েছে রেলওয়ে ও ভোগান্তিতে যাত্রীরা। রেলওয়ের লোকবল সংকট থাকায় খানিকটা বিলম্বের শিকার হচ্ছে ট্রেনগুলো।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে যেসব ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল সেসব প্রতিটি ট্রেনের ঢাকা স্টেশন ছাড়তে এক থেকে দেড় ঘণ্টা বিলম্ব হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সন্ধ্যা থেকে ঢাকা বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করেছেন নাজমুল হক। একপর্যায়ে গন্তব্যে না গিয়েই ফিরে এসেছেন ঢাকার বাসায়।
নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটগামী উপবন এক্সপ্রেসের জন্য সাড়ে ৮টায় বিমানবন্দর স্টেশনে এসেছি। কিন্তু সাড়ে ১০টা পর্যন্ত কোনো ট্রেনের দেখা পাইনি। এখানে এসে জেনেছি, সাড়ে ৭টার পর থেকে কোনো ট্রেন বিমানবন্দর স্টেশনে আসেনি। কখন আসবে জানিনা।’
নাজমুল হক বলেন, ‘বিমানবন্দর স্টেশনে যারা টিকিট বিক্রি করছেন তারা কোনো তথ্য জানাতে চান না। আবার বিক্রিত টিকিট ফেরত নিতে চাচ্ছিলেন না। তাই একপর্যায়ে বাধ্য হয়ে বাসায় ফিরে এসেছি।’
পরে ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, সাড়ে ৭টার পরে কোনো ট্রেন ঢাকা স্টেশন ছাড়েনি। উপবন এক্সপ্রেস ছাড়ল ১১টা ১৫ মিনিটের দিকে। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ৯টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলে এখনও (রাত সাড়ে ১১ টা) ছাড়েনি।
সূত্র আরও জানায়, ১১টার আগে ঢাকায় থাকা কোনো ক্রুয়ের রেস্ট টাইম শেষ না হওয়াতে এমন হয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রেলওয়ের রানিং স্টাফরা আল্টিমেটাম দিয়েছে ৮ ঘণ্টার বেশি কাজ করবে না। এ জন্য তাদের রেস্ট টাইম শেষ না হওয়াতে তারা ইঞ্জিনে উঠছে না।
আফছার উদ্দিন আরো বলেন, আন্তঃনগর ট্রেনগুলো ছাড়বে। তবে ৩টি লোকাল ট্রেন আজ ঢাকা স্টেশন ছাড়বে না।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা প্রদান বিষয়ে জটিলতা তৈরি হওয়ায় অতিরিক্ত কাজ করা বন্ধ করে দিয়েছেন রেলওয়ের রানিং স্টাফেরা। গত ২৩ জুলাই সকাল থেকে তারা সরকারি নিয়ম মাফিক ডিউটি পালন করে যাচ্ছেন আট ঘণ্টা। আর এতেই বিপাকে পড়েছে রেলওয়ে ও ভোগান্তিতে যাত্রীরা। রেলওয়ের লোকবল সংকট থাকায় খানিকটা বিলম্বের শিকার হচ্ছে ট্রেনগুলো।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে যেসব ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল সেসব প্রতিটি ট্রেনের ঢাকা স্টেশন ছাড়তে এক থেকে দেড় ঘণ্টা বিলম্ব হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সন্ধ্যা থেকে ঢাকা বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করেছেন নাজমুল হক। একপর্যায়ে গন্তব্যে না গিয়েই ফিরে এসেছেন ঢাকার বাসায়।
নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটগামী উপবন এক্সপ্রেসের জন্য সাড়ে ৮টায় বিমানবন্দর স্টেশনে এসেছি। কিন্তু সাড়ে ১০টা পর্যন্ত কোনো ট্রেনের দেখা পাইনি। এখানে এসে জেনেছি, সাড়ে ৭টার পর থেকে কোনো ট্রেন বিমানবন্দর স্টেশনে আসেনি। কখন আসবে জানিনা।’
নাজমুল হক বলেন, ‘বিমানবন্দর স্টেশনে যারা টিকিট বিক্রি করছেন তারা কোনো তথ্য জানাতে চান না। আবার বিক্রিত টিকিট ফেরত নিতে চাচ্ছিলেন না। তাই একপর্যায়ে বাধ্য হয়ে বাসায় ফিরে এসেছি।’
পরে ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, সাড়ে ৭টার পরে কোনো ট্রেন ঢাকা স্টেশন ছাড়েনি। উপবন এক্সপ্রেস ছাড়ল ১১টা ১৫ মিনিটের দিকে। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ৯টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলে এখনও (রাত সাড়ে ১১ টা) ছাড়েনি।
সূত্র আরও জানায়, ১১টার আগে ঢাকায় থাকা কোনো ক্রুয়ের রেস্ট টাইম শেষ না হওয়াতে এমন হয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রেলওয়ের রানিং স্টাফরা আল্টিমেটাম দিয়েছে ৮ ঘণ্টার বেশি কাজ করবে না। এ জন্য তাদের রেস্ট টাইম শেষ না হওয়াতে তারা ইঞ্জিনে উঠছে না।
আফছার উদ্দিন আরো বলেন, আন্তঃনগর ট্রেনগুলো ছাড়বে। তবে ৩টি লোকাল ট্রেন আজ ঢাকা স্টেশন ছাড়বে না।
নেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
৩৯ মিনিট আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
৪২ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ কর্মীদের জামিন করানোর অভিযোগে ভয়ভীতি ও হুমকির মুখে আত্মগোপনে রয়েছেন হাফিজুর রহমান নামে এক ছাত্রদল নেতা।
১ ঘণ্টা আগে