কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে ইয়াসিন মিয়া (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন মিয়া দক্ষিণ সালুয়া গ্রামের ভ্যানচালক নূরুল ইসলামের ছোট ছেলে। ইয়াসিন স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন।
ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ইয়াসিনের পরিবার ও স্থানীয় লোকজন জানান, গত সোমবার নূর ইসলাম নিজের ঘরের ওপর থেকে রেইনট্রি গাছের ডাল ছাঁটাই করবেন বলে গাছের নিচ দিয়ে টেনে নেওয়া সেচ পাম্পের বৈদ্যুতিক তার খুলে সরিয়ে নিতে বলেন স্থানীয় কালাচাঁন মুন্সিকে। কিন্তু তার পুরোপুরি না সরিয়ে নূর ইসলামের ঘরের সামনে শজনে গাছে পেঁচিয়ে রাখেন কালাচাঁন। ওই তার থেকে আজ দুপুরে ইয়াসিন বিদ্যুতায়িত হয়ে মারা যান।
ইয়াসিনের বাবা নূর ইসলাম বলেন, ‘পারিবারিক শত্রুতার জেরে কালাচাঁন ও তাঁর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে আমার ঘরের সামনের শজনে গাছে বিদ্যুতের তার পেঁচিয়ে রাখে। এর থেকে বিদ্যুতায়িত হয়ে আমার ছেলে ইয়াসিন মারা গেছে। ছেলে হত্যার বিচার চাই।’
ঘটনার পর থেকে কালাচাঁন মুন্সি ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ঘটনার বিষয়ে তাঁদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে ইয়াসিন মিয়া (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন মিয়া দক্ষিণ সালুয়া গ্রামের ভ্যানচালক নূরুল ইসলামের ছোট ছেলে। ইয়াসিন স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন।
ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ইয়াসিনের পরিবার ও স্থানীয় লোকজন জানান, গত সোমবার নূর ইসলাম নিজের ঘরের ওপর থেকে রেইনট্রি গাছের ডাল ছাঁটাই করবেন বলে গাছের নিচ দিয়ে টেনে নেওয়া সেচ পাম্পের বৈদ্যুতিক তার খুলে সরিয়ে নিতে বলেন স্থানীয় কালাচাঁন মুন্সিকে। কিন্তু তার পুরোপুরি না সরিয়ে নূর ইসলামের ঘরের সামনে শজনে গাছে পেঁচিয়ে রাখেন কালাচাঁন। ওই তার থেকে আজ দুপুরে ইয়াসিন বিদ্যুতায়িত হয়ে মারা যান।
ইয়াসিনের বাবা নূর ইসলাম বলেন, ‘পারিবারিক শত্রুতার জেরে কালাচাঁন ও তাঁর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে আমার ঘরের সামনের শজনে গাছে বিদ্যুতের তার পেঁচিয়ে রাখে। এর থেকে বিদ্যুতায়িত হয়ে আমার ছেলে ইয়াসিন মারা গেছে। ছেলে হত্যার বিচার চাই।’
ঘটনার পর থেকে কালাচাঁন মুন্সি ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ঘটনার বিষয়ে তাঁদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে