Ajker Patrika

স্বামীকে ধরতে যাওয়ায় স্ত্রীর বঁটির কোপে তিন পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯: ২০
স্বামীকে ধরতে যাওয়ায় স্ত্রীর বঁটির কোপে তিন পুলিশ আহত

নারী নির্যাতন মামলার আসামি ধরতে গিয়ে বঁটির আঘাতে আহত হয়েছেন বাড্ডা থানার পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন পরিদর্শক (অপারেশনস) নূরে আলম মাসুম সিদ্দিকী, এসআই রাসেল পারভেজ ও এএসাআই আমির আফজাল। গ্রেপ্তার করা হয়েছে রাইসুল ইসলাম ও তাঁর স্ত্রী তাহেরাকে।

ওসি বলেন, ‘ভাটারা এলাকায় নারী নির্যাতন মামলার আসামি ধরতে গেলে তাঁর স্ত্রী পুলিশের ওপর হামলা করেন। এতে আমাদের তিনজন আহত হয়েছেন। তিন পুলিশ সদস্যকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা এখন সুস্থ।’ 

আহত পরিদর্শক নূরে আলম মাসুম বলেন, ‘রাইসুল তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের নামে প্রতারণা, যৌতুক নেওয়ার ফাঁদ পেতে বসেছিলেন। তথ্য গোপন করে একাধিক বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। একপর্যায়ে নারী নির্যাতনের মামলা করেন এক স্ত্রী। মামলার আসামি পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এমন তথ্যে আমরা তাঁকে গ্রেপ্তারে ভাটারা থানা এলাকায় যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে রাইসুল ও তাঁর আরেক স্ত্রী আমাদের ওপর আক্রমণ করেন। আমরা এতে আহত হলেও রাইসুল ও তাঁর স্ত্রী তাহেরাকে গ্রেপ্তার করেছি।’

মাসুম বলেন, ‘তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে ভাটারা থানায় আরেকটি মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত