কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে ১০ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আজ শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুশলা বাজার কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে খবর পাই বাজারে আগুন লাগছে। এসে দেখি বেশির ভাগ দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে শরিফুল ফকিরের চায়ের দোকান, শহিদুল ফকিরের চায়ের দোকান, সাইয়াদুল শেখের মুদি দোকান, ওমর মৃধার ফলের দোকান, ইমরুল মোল্লার মুদি দোকান, কামরুল চৌধুরীর ফার্মেসি, আমিন চৌধুরীর চায়ের দোকান, কপিল বিশ্বাসের মোবাইলের দোকান, রিয়াজ চৌধুরীর মৎস্য অফিস, গোপাল শীলের সেলুনের দোকানসহ ১০ দোকান পুড়ে যায়। এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাংক ও এনজিও থেকে লোন এনে ব্যবসা করছিল। অগ্নিকাণ্ডে তাদের সবকিছু পুড়ে গেছে। এখন তাঁরা লোন পরিশোধ করবে কীভাবে? আমি সরকার ও বিত্তবানদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইয়াদুল শেখ বলেন, ‘আমি ব্যাংক ও এনজিও থেকে প্রায় আড়াই লাখ টাকার লোন নিয়ে এই মুদি দোকান করেছিলাম। আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন ব্যাংকে ও এনজিওর লোন পরিশোধ করব কীভাবে?’
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে ১০ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আজ শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুশলা বাজার কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে খবর পাই বাজারে আগুন লাগছে। এসে দেখি বেশির ভাগ দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে শরিফুল ফকিরের চায়ের দোকান, শহিদুল ফকিরের চায়ের দোকান, সাইয়াদুল শেখের মুদি দোকান, ওমর মৃধার ফলের দোকান, ইমরুল মোল্লার মুদি দোকান, কামরুল চৌধুরীর ফার্মেসি, আমিন চৌধুরীর চায়ের দোকান, কপিল বিশ্বাসের মোবাইলের দোকান, রিয়াজ চৌধুরীর মৎস্য অফিস, গোপাল শীলের সেলুনের দোকানসহ ১০ দোকান পুড়ে যায়। এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাংক ও এনজিও থেকে লোন এনে ব্যবসা করছিল। অগ্নিকাণ্ডে তাদের সবকিছু পুড়ে গেছে। এখন তাঁরা লোন পরিশোধ করবে কীভাবে? আমি সরকার ও বিত্তবানদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইয়াদুল শেখ বলেন, ‘আমি ব্যাংক ও এনজিও থেকে প্রায় আড়াই লাখ টাকার লোন নিয়ে এই মুদি দোকান করেছিলাম। আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন ব্যাংকে ও এনজিওর লোন পরিশোধ করব কীভাবে?’
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
সাতক্ষীরার কলারোয়ায় খাদিজা খাতুন (২) নামের এক শিশুকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার মাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার বাটরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আছমা খাতুন (৩০) বাটরার মিলপাড়া এলাকার আব্দুল মাজেদের মেয়ে এবং কুশোডাঙ্গা গ্রামের তহিদুর রহমানের স্ত্রী।
১ মিনিট আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার ধানমন্ডি ও বাড্ডা এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়েছে। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগে এই অভিযান চালানো হয়।
৯ মিনিট আগেডিএনসিসি প্রশাসক বলেছেন, বেরাইদে ৭ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শেষ পর্যায়ে, আরও ১৯ কিলোমিটার রাস্তা নির্মাণ শুরু হচ্ছে। তিনি এলাকাগুলো পরিকল্পিত নগরায়ণে উন্নয়ন করার আশ্বাস দেন। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে সেনাবাহিনীকে তদারকিতে সম্পৃক্ত করা হচ্ছে বলে জানান তিনি।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকা পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন যাত্রীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এই ঘাটে পয়লা বৈশাখ থেকে জনপ্রতি ভাড়া ৫ টাকা বৃদ্ধি করে ২০ টাকা করা হয়েছে।
৪২ মিনিট আগে