নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পুরান ঢাকায় বহুল আলোচিত দরজি দোকানের কর্মী বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ১০ বছর ধরে পলাতক ছিলেন। গতকাল সোমবার নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি ফজলুল হক।
ফজলুল হক জানান, ২০১২ সালে ৯ ডিসেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দরজি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সূত্রাপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে ২১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। গ্রেপ্তার খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬) আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও সে পলাতক থাকে। পরবর্তীতে ২০১৭ সালে মহামান্য হাইকোর্ট এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬) এর যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন। এই সময়ও খোন্দকার ইউনুস আলী পলাতক ছিল।
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ৩১ অক্টোবর সোমবার দুপুরে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি ইউনুছ (৩৬) কে গ্রেপ্তার করে র্যাব-২। গ্রেপ্তার ইউনুছ মাগুরা জেলার সদর থানার খন্দকার ইয়াকুব আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করে ইউনুছ র্যাবকে জানিয়েছে, দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
রাজধানীর পুরান ঢাকায় বহুল আলোচিত দরজি দোকানের কর্মী বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ১০ বছর ধরে পলাতক ছিলেন। গতকাল সোমবার নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি ফজলুল হক।
ফজলুল হক জানান, ২০১২ সালে ৯ ডিসেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দরজি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সূত্রাপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে ২১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। গ্রেপ্তার খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬) আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও সে পলাতক থাকে। পরবর্তীতে ২০১৭ সালে মহামান্য হাইকোর্ট এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬) এর যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন। এই সময়ও খোন্দকার ইউনুস আলী পলাতক ছিল।
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ৩১ অক্টোবর সোমবার দুপুরে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি ইউনুছ (৩৬) কে গ্রেপ্তার করে র্যাব-২। গ্রেপ্তার ইউনুছ মাগুরা জেলার সদর থানার খন্দকার ইয়াকুব আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করে ইউনুছ র্যাবকে জানিয়েছে, দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার কাইচাবাড়িতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পেছনের প্রাচীর ঘেঁষে বেশ কিছু বহুতল ভবন। এগুলোর মধ্যে তিনতলা একটি ভবনের মালিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস এম বদরুল আলমের স্ত্রী মাসুমা খানম। ৬ শতাংশ জমির ওপর এই বাড়ি নির্মিত হয়েছে ২০১৪ সালে।
৩ ঘণ্টা আগেযশোরের চৌগাছায় প্রথমবারের মতো লাল আঙুর চাষ করে সফল হয়েছেন দক্ষিণ কোরিয়াপ্রবাসী কামরুজ্জামান এপিল। উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ওই প্রবাসী কৃষকের দুই বিঘা জমির আঙুরের বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল আঙুর।
৩ ঘণ্টা আগেস্মার্ট কার্ড জটিলতায় দিনাজপুরের ফুলবাড়ীতে পাঁচ মাস ধরে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য পায়নি উপজেলার ১৭ হাজার ৮২৫ সুবিধাভোগী পরিবার। দীর্ঘদিন ধরে পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
৩ ঘণ্টা আগেদেশের সর্বদক্ষিণের উপকূলীয় জেলা বরগুনার দুটি গুরুত্বপূর্ণ শ্বাসমূলীয় বন টেংরাগিরি ও হরিণঘাটা। কিন্তু ঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ে বন দুটি ক্রমেই অস্তিত্ব হারাতে বসেছে। সাগরের তীব্র ঢেউয়ে ভূমিক্ষয়ের কবলে ধীরে ধীরে সংরক্ষিত এ দুটি বনাঞ্চলের আয়তন কমে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে