Ajker Patrika

টাকা ফেরত না দিয়ে বাশারের লোকজন হামলা চালাচ্ছে, আদালতে ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৮: ১৯
সিএমএম আদালত ভবনের সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
সিএমএম আদালত ভবনের সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশারের বিরুদ্ধে আদালতের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের সামনে ‘ভুক্তভোগী সহস্রাধিক ছাত্রসমাজ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বাশারকে গ্রেপ্তার করা হয়েছে খবর শুনে আজ সকাল ৯টার দিকে সিএমএম আদালত ভবনের সামনে জড়ো হতে থাকেন তাঁরা। এ সময় বাশারের দেওয়া বিভিন্ন ভুয়া চেকের কাগজ দেখান অনেকে।

ভুক্তভোগীরা ‘হুঁশিয়ার সাবধান’; ‘হই হই রই রই, বাশার তুই গেলি কই’; ‘শিক্ষার্থীদের জীবন নিয়ে টালবাহানা, শিক্ষা নিয়ে প্রতারণা, চলবে না, চলবে না’; ‘বিচার চাই বিচার চাই, বাশারের বিচার চাই’-সহ বিভিন্ন স্লোগান দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীরা আদালত এলাকায় অবস্থান করছেন।

বিক্ষোভে ভুক্তভোগীরা নানা স্লোগান দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বিক্ষোভে ভুক্তভোগীরা নানা স্লোগান দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিক্ষোভে এক শিক্ষার্থীর অভিভাবক সাখাওয়াত বলেন, ‘ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ এবং বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার চটকদার বিজ্ঞাপন দিয়ে নানাবিধ প্রলোভন দেখাতেন। বাশার ছাত্রছাত্রীদের ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র-কানাডায় পাঠানোর কথা বলে ভুয়া অফার লেটার দেখিয়ে শত শতকোটি টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু চুক্তি অনুযায়ী কোনো ছাত্রছাত্রীকেই বিদেশে পাঠাননি। টাকাও ফেরত দেননি।’

তাহমিনা আক্তার মুন্নী নামের আরেক অভিভাবক বলেন, বাশার ও তাঁর লোকজনের বিরুদ্ধে প্রতারণার অনেক মামলা হয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও পাঠানো হয়েছে। অথচ টাকা ফেরত না দিয়ে বাশার তাঁর লোকজন দিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা করেছে এবং হত্যার হুমকি দিচ্ছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত