Ajker Patrika

গরু বোঝাই গাড়ি আছে, নেই মালিক

সাভার (ঢাকা) প্রতিনিধি
গরু বোঝাই গাড়ি আছে, নেই মালিক

সাভারের আশুলিয়ার সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপসহ তিনটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগ শাখা সড়ক থেকে গরুগুলো উদ্ধার করা হয়। 

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গরুগুলোর প্রকৃত মালিক না পাওয়া পর্যন্ত স্থানীয় খামারে রাখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে সকালে ঘটনাস্থল থেকে একটি ছোট পিকআপসহ তিনটি গরু উদ্ধার করা হয়। গরুগুলো পা বাঁধা অবস্থায় ছিল। ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি করেও মালিকের খোঁজ পাওয়া যায়নি। 

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি এগুলো চোরাই গরু। চোর চক্রটি হয়তো কোথাও থেকে চুরি করে নেওয়ার সময় ধরার পড়ার ভয়ে রেখে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত