জবি সংবাদদাতা
গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে দেরি করে আসা শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। আজ শুক্রবার বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষায় পাঁচ মিনিট পর থেকে আর কাউকে হলে ঢুকতে দেওয়া হয়নি। তাতে বেশ কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
বেলা ১১টার পর বেশ কয়েকজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে পরীক্ষাকেন্দ্রের গেট থেকে ফিরে গেছেন। তবে এ কারণে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীর সংখ্যা কত হতে পারে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।
পরীক্ষা দিতে না পারা এক শিক্ষার্থী বলেন, ‘রাস্তায় যানজটের কারণে আসতে দেরি হয়ে গেছে। প্রথমে প্রধান যে গেট রয়েছে, সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় পাশের গেটে যেতে। এখানে এসেও দেখি গেট বন্ধ। পারলাম না পরীক্ষা দিতে।’
তবে এর আগে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষায় পরীক্ষা শুরুর ১৫-২০ মিনিট পরও শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের চিত্র ছিল ব্যতিক্রম।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল ১১টার পর কাউকে হলে প্রবেশ করতে না দেওয়ার। তাও আমরা ১১টা ৫ মিনিট পর্যন্ত প্রবেশ করিয়েছি। এরপর গেট বন্ধ করে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘এটা কোর কমিটির সিদ্ধান্ত ছিল। এর আগের ইউনিটগুলোতে যদি কেউ দেরি করেও প্রবেশ করে থাকে, সে ক্ষেত্রে তাদের পাশে রিপোর্টেড লেখা ছিল।’
গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে দেরি করে আসা শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। আজ শুক্রবার বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষায় পাঁচ মিনিট পর থেকে আর কাউকে হলে ঢুকতে দেওয়া হয়নি। তাতে বেশ কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
বেলা ১১টার পর বেশ কয়েকজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে পরীক্ষাকেন্দ্রের গেট থেকে ফিরে গেছেন। তবে এ কারণে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীর সংখ্যা কত হতে পারে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।
পরীক্ষা দিতে না পারা এক শিক্ষার্থী বলেন, ‘রাস্তায় যানজটের কারণে আসতে দেরি হয়ে গেছে। প্রথমে প্রধান যে গেট রয়েছে, সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় পাশের গেটে যেতে। এখানে এসেও দেখি গেট বন্ধ। পারলাম না পরীক্ষা দিতে।’
তবে এর আগে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষায় পরীক্ষা শুরুর ১৫-২০ মিনিট পরও শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের চিত্র ছিল ব্যতিক্রম।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল ১১টার পর কাউকে হলে প্রবেশ করতে না দেওয়ার। তাও আমরা ১১টা ৫ মিনিট পর্যন্ত প্রবেশ করিয়েছি। এরপর গেট বন্ধ করে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘এটা কোর কমিটির সিদ্ধান্ত ছিল। এর আগের ইউনিটগুলোতে যদি কেউ দেরি করেও প্রবেশ করে থাকে, সে ক্ষেত্রে তাদের পাশে রিপোর্টেড লেখা ছিল।’
অসাধু ব্যবসায়ীরা পাচার করতে ট্রলারে করে চিংড়ির রেণু নিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারটি আটক করে। ট্রলারে ৩৪টি ড্রামে প্রায় ৫০ লাখ ১০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা পাওয়া যায়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। পরে চিংড়ির...
৪ মিনিট আগেশনিবার সকাল ১০টা থেকেই ইশরাকের সমর্থকেরা জড়ো হতে থাকেন। সেখানে উপস্থিত ৬১ নম্বর ওয়ার্ডের মো. রফিক বলেন, ‘আদালত রায় দিয়েছেন তিনি (ইশরাক) মেয়র। তাহলে কেন এত টালবাহানা করা হচ্ছে? আদালতকে বৃদ্ধাঙ্গুলি কেন দেখানো হচ্ছে?’
১১ মিনিট আগেসিএনজিচালিত অটোরিকশা দিয়ে চকরিয়ায় যাচ্ছিলেন যাত্রীরা। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে অটোরিকশাটি কাকারা মাঝেরফাঁড়ি বাজারের অদূরে পৌঁছালে চকরিয়া থেকে লামামুখি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়। চালকসহ অটোরিকশায় থাকা আরো দুজন...
৩৪ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৩৯ মিনিট আগে