নাজমুল হাসান সাগর, ঢাকা
গায়ে লাল শাড়ি, পায়ে আলতা, মুখে কুমকুম আর অন্যজনের মাথায় মুকুট, পরনে রেশমি পাঞ্জাবি আর মুখে রুমাল। একনজর দেখলেই মনে হবে বিয়ের আসর থেকে সদ্যই উঠে বইমেলায় এসেছেন নবদম্পতি। আজ শুক্রবার মেলায় ঘুরতে থাকা এই নবদম্পতিকে ঘিরে আগ্রহের কমতি ছিল না। রীতিমতো লাইন ধরে ছবি তুলছেন সবাই।
আগ্রহবশত এগিয়ে গিয়ে দেখা গেল, নববধূর হাতে একটি নতুন বই। বইয়ের নাম ‘আজ মিরার বিয়ে’। আর বরের পিঠে সাঁটানো সাদা অফসেট কাগজের পোস্টার। সেটায় লাল রঙে লেখা ‘বইপ্রেমী বর-বধূ’। ‘বই ভালোবাসুন, সুন্দর জীবন গড়ুন’।
ততক্ষণে আর বুঝতে বাকি রইল না—মেলায় আসা নতুন বইয়ের পরিচিতির জন্য এই অভিনব প্রচারণার আশ্রয় নিয়েছেন তাঁরা। বইয়ের গায়ে ভালো করে নজর দিতেই পাওয়া গেল ‘আজ মিরার বিয়ে’ নামক উপন্যাসের লেখকের নাম সাইফুল্লাহ নবীন। পাশেই পাওয়া গেল তাঁকে। তিনি নিজেকে একজন লেখক ও অঙ্কনশিল্পী পরিচয় দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার লেখা মেলায় আসা নতুন উপন্যাস “আজ মিরার বিয়ে” বইয়ের জন্য এমন অভিনব প্রচারণার আশ্রয় নিয়েছি। শুধু যে বইয়ের প্রচার করতেই এই আয়োজন তা কিন্তু নয়। আমি এই নবদম্পতিকে একটি বইপ্রেমী দম্পতি হিসেবে তুলে ধরে মানুষের মনে বইয়ের প্রতি ভালোবাসা ও টান বাড়ানোর বার্তা দিতে চাই। কোনো নবদম্পতির মধ্যে যে ধরনের প্রেম, আগ্রহ বা মনোযোগ থাকে; বইয়ের প্রতিও যেন সবার এমনটা থাকে। আমি লেখক হলেও আমার ভেতরে শিল্পীসত্তা বাস করে। তাই এ ধরনের নাটকীয়তা সহজেই করতে পারি। মানুষ এগুলো গ্রহণও করে দ্রুত। প্রমাণ আপনি এখানেই দেখতে পাচ্ছেন।’
প্রচারণায় বধূর মডেল হয়েছেন তুলতুল মহান্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্রী। মানুষকে বই পড়ায় উৎসাহিত করার বার্তা দিতে পারার সঙ্গে দীর্ঘ সময় লাইনে থেকে মানুষের সেলফি তোলার আগ্রহও বেশ আনন্দ দিয়েছে তাঁকে।
বরের ভূমিকায় ছিলেন নবাব আলিবর্দী। একটি বাইং হাউসে চাকরি করেন। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই এমন প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।
এই প্রচারণার মূল পরিকল্পনাকারী সাইফুল্লাহ নবীন একজন ‘আর্ট’ শিল্পী। বইমেলার স্টল সজ্জার কাজ তিনি করেন। স্টলে স্টলে শোলা দিয়ে করা কারুকাজ তাঁর হাতেই হয়। তাই এই মেলার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক পুরোনো ও গভীর। এবারের মেলায় এসেছে প্রথম উপন্যাস ‘আজ মিরার বিয়ে’। অবশ্য আর্টের কাজে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই তাঁর। মেহেন্দীগঞ্জের পাতারহাট আরসি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকায় আসেন।
গায়ে লাল শাড়ি, পায়ে আলতা, মুখে কুমকুম আর অন্যজনের মাথায় মুকুট, পরনে রেশমি পাঞ্জাবি আর মুখে রুমাল। একনজর দেখলেই মনে হবে বিয়ের আসর থেকে সদ্যই উঠে বইমেলায় এসেছেন নবদম্পতি। আজ শুক্রবার মেলায় ঘুরতে থাকা এই নবদম্পতিকে ঘিরে আগ্রহের কমতি ছিল না। রীতিমতো লাইন ধরে ছবি তুলছেন সবাই।
আগ্রহবশত এগিয়ে গিয়ে দেখা গেল, নববধূর হাতে একটি নতুন বই। বইয়ের নাম ‘আজ মিরার বিয়ে’। আর বরের পিঠে সাঁটানো সাদা অফসেট কাগজের পোস্টার। সেটায় লাল রঙে লেখা ‘বইপ্রেমী বর-বধূ’। ‘বই ভালোবাসুন, সুন্দর জীবন গড়ুন’।
ততক্ষণে আর বুঝতে বাকি রইল না—মেলায় আসা নতুন বইয়ের পরিচিতির জন্য এই অভিনব প্রচারণার আশ্রয় নিয়েছেন তাঁরা। বইয়ের গায়ে ভালো করে নজর দিতেই পাওয়া গেল ‘আজ মিরার বিয়ে’ নামক উপন্যাসের লেখকের নাম সাইফুল্লাহ নবীন। পাশেই পাওয়া গেল তাঁকে। তিনি নিজেকে একজন লেখক ও অঙ্কনশিল্পী পরিচয় দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার লেখা মেলায় আসা নতুন উপন্যাস “আজ মিরার বিয়ে” বইয়ের জন্য এমন অভিনব প্রচারণার আশ্রয় নিয়েছি। শুধু যে বইয়ের প্রচার করতেই এই আয়োজন তা কিন্তু নয়। আমি এই নবদম্পতিকে একটি বইপ্রেমী দম্পতি হিসেবে তুলে ধরে মানুষের মনে বইয়ের প্রতি ভালোবাসা ও টান বাড়ানোর বার্তা দিতে চাই। কোনো নবদম্পতির মধ্যে যে ধরনের প্রেম, আগ্রহ বা মনোযোগ থাকে; বইয়ের প্রতিও যেন সবার এমনটা থাকে। আমি লেখক হলেও আমার ভেতরে শিল্পীসত্তা বাস করে। তাই এ ধরনের নাটকীয়তা সহজেই করতে পারি। মানুষ এগুলো গ্রহণও করে দ্রুত। প্রমাণ আপনি এখানেই দেখতে পাচ্ছেন।’
প্রচারণায় বধূর মডেল হয়েছেন তুলতুল মহান্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্রী। মানুষকে বই পড়ায় উৎসাহিত করার বার্তা দিতে পারার সঙ্গে দীর্ঘ সময় লাইনে থেকে মানুষের সেলফি তোলার আগ্রহও বেশ আনন্দ দিয়েছে তাঁকে।
বরের ভূমিকায় ছিলেন নবাব আলিবর্দী। একটি বাইং হাউসে চাকরি করেন। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই এমন প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।
এই প্রচারণার মূল পরিকল্পনাকারী সাইফুল্লাহ নবীন একজন ‘আর্ট’ শিল্পী। বইমেলার স্টল সজ্জার কাজ তিনি করেন। স্টলে স্টলে শোলা দিয়ে করা কারুকাজ তাঁর হাতেই হয়। তাই এই মেলার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক পুরোনো ও গভীর। এবারের মেলায় এসেছে প্রথম উপন্যাস ‘আজ মিরার বিয়ে’। অবশ্য আর্টের কাজে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই তাঁর। মেহেন্দীগঞ্জের পাতারহাট আরসি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকায় আসেন।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৯ ঘণ্টা আগে