উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় রাস্তা দখল করে গড়ে ওঠা ফুটপাত এবং পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬০ থেকে ৭০টি টং দোকান, একটি পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ এবং দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়কের ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় এবং আজমপুরে আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে।
উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়ক এবং ১২ নম্বর সেক্টরের উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাজিয়া আফরীন। অপরদিকে আজমপুরের পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. জুলকার নায়ন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়ক রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত উচ্ছেদ অভিযান সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়। পরবর্তীতে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে গিয়ে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে।’ তিনি বলেন, ‘অভিযানকালে আনুমানিক ৬০ থেকে ৭০টি রাস্তা দখল এবং ড্রেন দখল করে ফুটপাতের ভ্রাম্যমাণ, ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং রাস্তায় দখল করায় উত্তরার ১২-১৩ নম্বর সেক্টরের মোড়ের দুটি দোকানকে দুই মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ৬ নম্বর সেক্টরের আজমপুরের পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ অভিযান দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে আড়াইটা পর্যন্ত চলে। যা ছিল আমাদের স্পেশাল একটি অভিযান।’ তিনি বলেন, পাবলিক টয়লেটটি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। কোন কাজে ব্যবহার হচ্ছিল না। সেখানে মাদকের আখড়া তৈরি হয়েছিল।
ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতে পরিচালনাকালে উত্তরা পূর্ব এবং উত্তরা পশ্চিম থানা-পুলিশ সহযোগিতা করে। এ ছাড়া স্থানীয় কাউন্সিলরসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
রাজধানীর উত্তরায় রাস্তা দখল করে গড়ে ওঠা ফুটপাত এবং পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬০ থেকে ৭০টি টং দোকান, একটি পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ এবং দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়কের ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় এবং আজমপুরে আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে।
উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়ক এবং ১২ নম্বর সেক্টরের উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাজিয়া আফরীন। অপরদিকে আজমপুরের পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. জুলকার নায়ন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়ক রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত উচ্ছেদ অভিযান সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়। পরবর্তীতে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে গিয়ে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে।’ তিনি বলেন, ‘অভিযানকালে আনুমানিক ৬০ থেকে ৭০টি রাস্তা দখল এবং ড্রেন দখল করে ফুটপাতের ভ্রাম্যমাণ, ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং রাস্তায় দখল করায় উত্তরার ১২-১৩ নম্বর সেক্টরের মোড়ের দুটি দোকানকে দুই মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ৬ নম্বর সেক্টরের আজমপুরের পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ অভিযান দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে আড়াইটা পর্যন্ত চলে। যা ছিল আমাদের স্পেশাল একটি অভিযান।’ তিনি বলেন, পাবলিক টয়লেটটি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। কোন কাজে ব্যবহার হচ্ছিল না। সেখানে মাদকের আখড়া তৈরি হয়েছিল।
ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতে পরিচালনাকালে উত্তরা পূর্ব এবং উত্তরা পশ্চিম থানা-পুলিশ সহযোগিতা করে। এ ছাড়া স্থানীয় কাউন্সিলরসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটকে তিন-চার বছর আগেও অগ্নিনির্বাপণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ শনিবার (২ আগস্ট) সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকের এ তথ্য জানান ফায়ার
২ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাত ও পায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেদ্বারে দ্বারে ঘুরেও কোনো সরকারি ভাতা না পাওয়া সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের বিধবা মোছা. শাহীদা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর তাঁকে ডেকে নিয়ে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
৩০ মিনিট আগেনিহতের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। বাবার নাম রহিম মোল্লা। খিলগাঁও সিপাহীবাগ উত্তর গোড়ান চারতলা গলি এলাকায় এক ভাড়া বাসায় স্ত্রী আকলিমা বেগমসহ দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। কাছেই পুড়ি-সিঙারা বিক্রি করতেন।
১ ঘণ্টা আগে