Ajker Patrika

উত্তরায় ফুটপাত ও পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরায় ফুটপাত ও পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ

রাজধানীর উত্তরায় রাস্তা দখল করে গড়ে ওঠা ফুটপাত এবং পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬০ থেকে ৭০টি টং দোকান, একটি পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ এবং দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়কের ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় এবং আজমপুরে আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। 

উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়ক এবং ১২ নম্বর সেক্টরের উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাজিয়া আফরীন। অপরদিকে আজমপুরের পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. জুলকার নায়ন। 

উত্তরায় রাস্তা দখল করে গড়ে ওঠা ফুটপাত উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতনির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়ক রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত উচ্ছেদ অভিযান সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়। পরবর্তীতে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে গিয়ে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে।’ তিনি বলেন, ‘অভিযানকালে আনুমানিক ৬০ থেকে ৭০টি রাস্তা দখল এবং ড্রেন দখল করে ফুটপাতের ভ্রাম্যমাণ, ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং রাস্তায় দখল করায় উত্তরার ১২-১৩ নম্বর সেক্টরের মোড়ের দুটি দোকানকে দুই মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ 

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ৬ নম্বর সেক্টরের আজমপুরের পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ অভিযান দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে আড়াইটা পর্যন্ত চলে। যা ছিল আমাদের স্পেশাল একটি অভিযান।’ তিনি বলেন, পাবলিক টয়লেটটি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। কোন কাজে ব্যবহার হচ্ছিল না। সেখানে মাদকের আখড়া তৈরি হয়েছিল। 

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতে পরিচালনাকালে উত্তরা পূর্ব এবং উত্তরা পশ্চিম থানা-পুলিশ সহযোগিতা করে। এ ছাড়া স্থানীয় কাউন্সিলরসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত