উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় রাস্তা দখল করে গড়ে ওঠা ফুটপাত এবং পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬০ থেকে ৭০টি টং দোকান, একটি পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ এবং দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়কের ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় এবং আজমপুরে আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে।
উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়ক এবং ১২ নম্বর সেক্টরের উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাজিয়া আফরীন। অপরদিকে আজমপুরের পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. জুলকার নায়ন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়ক রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত উচ্ছেদ অভিযান সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়। পরবর্তীতে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে গিয়ে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে।’ তিনি বলেন, ‘অভিযানকালে আনুমানিক ৬০ থেকে ৭০টি রাস্তা দখল এবং ড্রেন দখল করে ফুটপাতের ভ্রাম্যমাণ, ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং রাস্তায় দখল করায় উত্তরার ১২-১৩ নম্বর সেক্টরের মোড়ের দুটি দোকানকে দুই মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ৬ নম্বর সেক্টরের আজমপুরের পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ অভিযান দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে আড়াইটা পর্যন্ত চলে। যা ছিল আমাদের স্পেশাল একটি অভিযান।’ তিনি বলেন, পাবলিক টয়লেটটি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। কোন কাজে ব্যবহার হচ্ছিল না। সেখানে মাদকের আখড়া তৈরি হয়েছিল।
ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতে পরিচালনাকালে উত্তরা পূর্ব এবং উত্তরা পশ্চিম থানা-পুলিশ সহযোগিতা করে। এ ছাড়া স্থানীয় কাউন্সিলরসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
রাজধানীর উত্তরায় রাস্তা দখল করে গড়ে ওঠা ফুটপাত এবং পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬০ থেকে ৭০টি টং দোকান, একটি পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ এবং দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়কের ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় এবং আজমপুরে আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে।
উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়ক এবং ১২ নম্বর সেক্টরের উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাজিয়া আফরীন। অপরদিকে আজমপুরের পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. জুলকার নায়ন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়ক রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত উচ্ছেদ অভিযান সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়। পরবর্তীতে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে গিয়ে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে।’ তিনি বলেন, ‘অভিযানকালে আনুমানিক ৬০ থেকে ৭০টি রাস্তা দখল এবং ড্রেন দখল করে ফুটপাতের ভ্রাম্যমাণ, ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং রাস্তায় দখল করায় উত্তরার ১২-১৩ নম্বর সেক্টরের মোড়ের দুটি দোকানকে দুই মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ৬ নম্বর সেক্টরের আজমপুরের পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ অভিযান দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে আড়াইটা পর্যন্ত চলে। যা ছিল আমাদের স্পেশাল একটি অভিযান।’ তিনি বলেন, পাবলিক টয়লেটটি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। কোন কাজে ব্যবহার হচ্ছিল না। সেখানে মাদকের আখড়া তৈরি হয়েছিল।
ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতে পরিচালনাকালে উত্তরা পূর্ব এবং উত্তরা পশ্চিম থানা-পুলিশ সহযোগিতা করে। এ ছাড়া স্থানীয় কাউন্সিলরসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার আদমজী ইপিজেডে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ বাতিল এবং নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
৩৬ মিনিট আগে