Ajker Patrika

ছোট বোনকে বাঁচাতে গিয়ে ট্রাকের ধাক্কা, হাসপাতালে মারা গেলেন জাবি ছাত্রী

জাবি প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ১৭
Thumbnail image

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাবিহা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

গত শুক্রবার দুপুরে ঢাকার পূর্বাচল এলাকার ৩০০ ফুটে ট্রাকের ধাক্কায় আহত হন ফাবিহা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন। 

ওই শিক্ষার্থীর পুরো নাম ফাবিহা আফিফা ওরফে সৃজনী। তিনি অর্থনীতি বিভাগের ৫০ ব্যাচের ছাত্রী ছিলেন। 

সহকারী প্রক্টর মো. রনি হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার দুপুরে দুর্ঘটনায় আহত হন ফাবিহা। দুই দিন চিকিৎসা শেষে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি আমাদের জন্য শোকের। শিক্ষক, সহপাঠী ও অভিভাবকেরা সারাক্ষণ হাসপাতালে ছিলেন।’ 

ফাবিহার সহপাঠীরা জানান, পূর্বাচলে অটোরিকশা থেকে নামার পর সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে ফাবিহা স্কুলপড়ুয়া ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যেতে পারেননি। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়েন। এরপর মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাঁকে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

এদিকে সৃজনীর চিকিৎসার ব্যয় হিসেবে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ হবে বলে সহপাঠীরা অর্থসংগ্রহ শুরু করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত