Ajker Patrika

ফুটপাতে দোকান বসালে দিতে হতো চাঁদা, না পেলেই নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফুটপাতে দোকান বসালে দিতে হতো চাঁদা, না পেলেই নির্যাতন

রাজধানীর বনশ্রী, মেরাদিয়াসহ বিভিন্ন এলাকার ফুটপাত ও অস্থায়ী কাঁচাবাজার থেকে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ চক্রের অন্যতম হোতা আবু নাছের খালিদসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ ৮৫ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়েছে। 

র‍্যাব বলছে, চক্রটি জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তারা দাবিকৃত চাঁদা না দিলে নির্যাতনসহ হত্যার হুমকি দিত। 

আজ বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-৩ এর সহকারী মিডিয়া কর্মকর্তা এএসপি বীণা রানী দাস এ তথ্য জানিয়েছেন। 

এএসপি বীণা রানী দাস জানান, রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী, মেরাদিয়াসহ বিভিন্ন এলাকার ফুটপাত ও অস্থায়ী কাঁচাবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদা আদায় করে আসছিল। কেউ চাঁদা দিতে রাজি না হলে তারা জীবননাশের হুমকি দিত। এমনকি নির্যাতন ও অত্যাচারে ফুটপাতের দোকানিদের জীবন অতিষ্ঠ করে তুলত। 

নগদ ৮৫ হাজার ৩৩০ টাকা জব্দ। এমন অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের অন্যতম হোতা আবু নাছের খালিদসহ (৪২) ১০ জনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের হাতে গ্রেপ্তার চাঁদাবাজ চক্রের অন্য সদস্যরা হলেন-কামরুল হোসেন (২১), জাকারিয়া ইসলাম ওরফে রুবেল (৩২), মো. সিদ্দিক (৪৬), রেজাউল করিম পাভেল (৩৫), জিয়াউল ইসলাম (৩৮), মোকবুল হোসেন বাবু (৩৩), মো. বাবুল (৫২), মো. খোকন (৪৩), ও জাকির হোসেন (৪০)। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৮৫ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়। 

গ্রেপ্তারদের বরাত দিয়ে বীণা রানী দাস জানান, গ্রেপ্তাররা চাঁদাবাজির কথা স্বীকার করে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর খিলগাঁও এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চক্রের সদস্যরা আরও জানিয়েছে তারা খিলগাঁও থানার বনশ্রী ও মেরাদিয়ার কাজি বাড়ি ও ৫,৬ এবং ৭ নম্বর রোড, কবুতর পট্টি, কাঁচা বাজারে প্রতি বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিরীহ দোকানদারদের কাছ থেকে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। চাঁদাবাজির জন্য চক্রের সদস্যরা প্রতিদিন তিন থেকে ছয় শ টাকা পেত। যদি কোনো দোকানদার চাঁদা দিতে না চায় তাহলে চক্রের সদস্যরা দোকান উঠিয়ে দেওয়াসহ জীবননাশের হুমকি দিত। 

গ্রেপ্তার চাঁদাবাজর চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত