Ajker Patrika

ঢাবির সুইমিংপুলে ডুবে প্রথম বর্ষের শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২১: ৫৮
ঢাবির সুইমিংপুলে ডুবে প্রথম বর্ষের শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে গোসল করতে নেমে সোহাদ হক (১৯) নামে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার বেলা পৌনে ২টার দিকে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন সুইমিংপুলে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সহপাঠীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

তাঁকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মো. সোহাগ জানান, দুপুরে ঢাবির অনেক শিক্ষার্থী সুইমিংপুলে গোসল করছিলেন। সেখানে সাঁতার কেটে একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন অনেকে। তখন তাঁরা দেখতে পান, সুইমিংপুলের পাড়ে সোহাদকে ঘিরে আছেন সবাই। এগিয়ে গেলে জানতে পারেন পানিতে ডুবে গিয়েছিলেন সোয়াদ। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়াদকে মৃত ঘোষণা করেন। 

ঢাবির আরেক শিক্ষার্থী মোল্লা তৈমুর রহমান জানান, সোহাদ তাঁর জুনিয়র ছিল। সুইমিংপুলে গোসল করার সময় যখন পাড়ে ভিড় দেখেন, তখন সহপাঠীরাই তাঁর পেট চাপাচাপি করে পানি বের করার চেষ্টা করছিলেন। সুইমিংপুলের কোনো স্টাফ বা কর্তৃপক্ষ কোনো ধরনের সাহায্য করেনি। সোহাদের সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি, তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। যে কারণে সাঁতার জানা সত্ত্বেও গোসল করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যেতে পারে। 

সোহাদের বাড়ি বগুড়া জেলায়। দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র তিনি। থাকতেন হাজী মুহাম্মদ মহসিন হলে। তাঁর সাঁতার জানা ছিল বলে জানান সহপাঠীরা। তবে কীভাবে পানিতে তলিয়ে গেছেন তা জানাতে পারেননি। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোহাদের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা-পুলিশ তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত