নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আওয়াল বিদেশ যেতে পারবেন। তবে তাঁকে ফিরতে হবে তিন মাসের মধ্যে। আজ বুধবার (৫ মে) বিচারপতি এম ইনায়েতুর রহমান ও বিচারপতি মো. জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চ্যুয়াল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। তাঁর ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আদেশে বলা হয়েছে, তাফসির আওয়াল বিদেশ গেলে তিন মাসের মধ্যে ফিরে হলফনামার মাধ্যমে আদালতকে জানাতে হবে যে, তিনি ফিরে এসেছেন।
তাফসির মোহাম্মদ আওয়ালের বিদেশ যাওয়ার ওপর গত ২০২০ সালের অক্টোবরে নিষেধাজ্ঞা জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে তাফসির আওয়ালের বিদেশ যাওয়া বন্ধ হয়। এ অবস্থায় দুদকের ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তাফসির আওয়াল। রিট আবেদনে তিনি বিদেশ যাওয়ার অনুমতি চান।
গত ১৬ মার্চ রিট আবেদনের ওপর শুনানি হয়। ওইদিন কোন দেশে, কোথায়, কতদিন থাকবেন, কবে ফিরবেন, যেখানে থাকবেন সেখানকার ঠিকানা, ইমেইল ও ফোন নম্বরসহ বিস্তারিত তথ্য লিখিতভাবে দুদককে জানাতে তাফসির আওয়ালকে নির্দেশ দেওয়া হয়। তাফসির আওয়াল এসব তথ্য দেওয়ার পর গত ৩ মে আবার শুনানি হয়। পরে আজ বুধবার আদেশের জন্য দিন ধার্য করা হয়।
আদালতে এদিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার সাকিব মাহবুব। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
ঢাকা: এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আওয়াল বিদেশ যেতে পারবেন। তবে তাঁকে ফিরতে হবে তিন মাসের মধ্যে। আজ বুধবার (৫ মে) বিচারপতি এম ইনায়েতুর রহমান ও বিচারপতি মো. জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চ্যুয়াল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। তাঁর ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আদেশে বলা হয়েছে, তাফসির আওয়াল বিদেশ গেলে তিন মাসের মধ্যে ফিরে হলফনামার মাধ্যমে আদালতকে জানাতে হবে যে, তিনি ফিরে এসেছেন।
তাফসির মোহাম্মদ আওয়ালের বিদেশ যাওয়ার ওপর গত ২০২০ সালের অক্টোবরে নিষেধাজ্ঞা জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে তাফসির আওয়ালের বিদেশ যাওয়া বন্ধ হয়। এ অবস্থায় দুদকের ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তাফসির আওয়াল। রিট আবেদনে তিনি বিদেশ যাওয়ার অনুমতি চান।
গত ১৬ মার্চ রিট আবেদনের ওপর শুনানি হয়। ওইদিন কোন দেশে, কোথায়, কতদিন থাকবেন, কবে ফিরবেন, যেখানে থাকবেন সেখানকার ঠিকানা, ইমেইল ও ফোন নম্বরসহ বিস্তারিত তথ্য লিখিতভাবে দুদককে জানাতে তাফসির আওয়ালকে নির্দেশ দেওয়া হয়। তাফসির আওয়াল এসব তথ্য দেওয়ার পর গত ৩ মে আবার শুনানি হয়। পরে আজ বুধবার আদেশের জন্য দিন ধার্য করা হয়।
আদালতে এদিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার সাকিব মাহবুব। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
নীলফামারীর কিশোরগঞ্জে সেচ মোটরের বিদ্যুতের তার ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক খামারির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেগতকাল মঙ্গলবার রাতে সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী আজ বুধবার সকাল থেকে পেট্রল পাম্প বন্ধ রয়েছে। অনেকে এ ঘোষণা আগে জানতে না পেরে পাম্পে তেল নিতে...
১০ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিন সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গোদারিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেগত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল।
১৭ মিনিট আগে