Ajker Patrika

শ্যামপুরে রোলার কোস্টার থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মে ২০২২, ১৭: ২৭
শ্যামপুরে রোলার কোস্টার থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু  

রাজধানীর শ্যামপুর ইকোপার্কে রোলার কোস্টার রাইডার থেকে পড়ে রাব্বি (১২) নামের এক স্কুলছাত্র মারা গেছে। আজ মঙ্গলবার দুপুর ১টার ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

রাব্বির ভাগনে মো. সাইফ জানায়, তাদের বাসা গেন্ডারিয়ার কাঠবাগিচা এলাকায়। রাব্বি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। দুই ভাই এক বোনের মধ্যে ছোট ছিল রাব্বি। 

সাইফ আরও জানায়, রাব্বিসহ একই এলাকার ৫ জন মিলে শ্যামপুর ইকোপার্কে ঘুরতে যায়। সেখানে পার্কের মধ্যে রোলার কোস্টার নামে একটি রাইডারে ওঠে। সেখান থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে দর্শনার্থীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায় রাব্বি। 

রাব্বির মৃত্যুর খবর পেয়ে বাবা-মাসহ স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। বাবা জনু মিয়া বলেন, ‘গেন্ডারিয়া তাদের স্থানীয় বাসা। ঈদের আনন্দে রাব্বি কয়েকজনের সঙ্গে ঘুরতে বের হয়। পরে পার্কের একটি রাইডার থেকে নিচে পড়ে যায়। খবর পেয়ে হাসপাতালে এসে রাব্বির মরদেহ দেখতে পাই।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত