নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পৃথক পৃথক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামসহ আটজনের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন পৃথক নির্দেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া অন্যরা হলেন সাবেক এডিসি শাহেন শাহ, ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার, কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফা ও সহসভাপতি তাজুল ইসলাম তাজু, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানাধীন সোহাগ মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর মিরপুর মডেল থানার আসিফ হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পল্টন মডেল থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এডিসি শাহেন শাহের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর তেজগাঁও থানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল হত্যাচেষ্টা মামলায় শামীমা আক্তারের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কাফরুল থানার পৃথক দুই হত্যা মামলায় জামাল মোস্তফা ও তাজুল ইসলাম তাজুর মোট আট দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই মামলায় দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভাটারা থানার হত্যা মামলায় আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমানের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
রাজধানীর পৃথক পৃথক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামসহ আটজনের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন পৃথক নির্দেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া অন্যরা হলেন সাবেক এডিসি শাহেন শাহ, ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার, কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফা ও সহসভাপতি তাজুল ইসলাম তাজু, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানাধীন সোহাগ মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর মিরপুর মডেল থানার আসিফ হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পল্টন মডেল থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এডিসি শাহেন শাহের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর তেজগাঁও থানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল হত্যাচেষ্টা মামলায় শামীমা আক্তারের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কাফরুল থানার পৃথক দুই হত্যা মামলায় জামাল মোস্তফা ও তাজুল ইসলাম তাজুর মোট আট দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই মামলায় দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভাটারা থানার হত্যা মামলায় আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমানের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
রাজধানী বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৩) গুলি করে তাঁর সঙ্গে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন আনোয়ার হোসেনের স্ত্রী।
২৮ মিনিট আগেখুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা সভাপতি ও সদস্যসচিব শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে মহানগর বিএনপির কাউন্সিল অধিবেশন হয়। এতে ৫০৫ জন কাউন্সিলর ভোট দিয়ে নেতা নির্বাচন করেন।
৩১ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে এক নারীকে হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেসাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিদ খানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসাইনের আদালত শুনানির পর এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে