Ajker Patrika

ধামরাইয়ে তুলার গোডাউনে আগুন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৩: ৪৩
ধামরাইয়ে তুলার গোডাউনে আগুন

ঢাকার ধামরাইয়ে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন গোডাউনটির মালিক। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজারের পাশে মালিক বদির উদ্দিনের মালিকানাধীন গোডাউনে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকাল ৯টার দিকে ধানতারা বাজারে একটি তুলার গোডাউনে কাজ করার সময় মেশিনের ঘর্ষণে আগুন লেগে যায়। পরে সেই আগুন গোডাউনে থাকা তুলা এবং অন্যান্য মালামালে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

তুলার গোডাউনের পাশের দোকানদাররা বলেন, সকালে হঠাৎ করেই তুলার গোডাউন থেকে হইচই শব্দ আসে। তখন আমরা এগিয়ে গিয়ে দেখি তুলার গোডাউনে আগুন লেগে গেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে অনেক সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়ে স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে যায়নি। 

তুলার গোডাউনের মালিক বদির উদ্দিন বলেন, গোডাউনের তুলাসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে কর্মরত কোনো শ্রমিকের বা পাশের দোকানের ক্ষতি হয়নি। 

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় পাশের প্রায় ৫০ লাখ টাকার মালামাল রক্ষা পেয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত