ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মো. শরীফুল ইসলাম (৩৫) নামে ওই মুদি দোকানি মারধর করে ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার কথা জানিয়ে ধামরাই থানায় অভিযোগ করেছেন।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাওনা এলাকায় শরীফুলের মুদি দোকানের সামনেই এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শরীফুল ইসলাম নান্নার ইউনিয়নের চাওনা গ্রামের মো. আব্দুর আজিজের ছেলে। অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত দানেজ আলীর ছেলে আব্দুর রহিম, মো. নজু মিয়া, আব্দুল ওলির ছেলে মো. রবিউলসহ অজ্ঞাতনামা তিন-চারজন।
স্থানীয়রা জানান, রাতে বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা জয়লাভ করায় খিচুড়ির আয়োজন করেন সমর্থকেরা। সেই খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে শরীফুল ও অভিযুক্তদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানের ভেতরে গিয়ে শরীফুলকে বিবস্ত্র করে মারধর করেন অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শরীফুলের দোকানের টিভিতেই খেলা দেখছিলেন তাঁরা।
ভুক্তভোগী শরীফুল বলেন, ‘খেলা শেষে খিচুড়ি খাওয়ার সময় আমি শুধু বলেছি, খিচুড়ি কম নাই। সবাই খেতে পারবেন। এ কথা কেন বললাম এটাই আমার অপরাধ। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে আমার দোকানের ভেতরে এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে এবং দোকান থেকে ৪০ হাজার টাকা ও আমার ব্যবহৃত স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে আমাকে হাসপাতালে ভর্তি করে সবাই।’
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা জয়লাভ করায় চাওনা গ্রামে শরীফুলের মুদি দোকানে খিচুড়ি খাওয়া নিয়ে ঝামেলা হয়। শরীফুলকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকার ধামরাইয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মো. শরীফুল ইসলাম (৩৫) নামে ওই মুদি দোকানি মারধর করে ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার কথা জানিয়ে ধামরাই থানায় অভিযোগ করেছেন।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাওনা এলাকায় শরীফুলের মুদি দোকানের সামনেই এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শরীফুল ইসলাম নান্নার ইউনিয়নের চাওনা গ্রামের মো. আব্দুর আজিজের ছেলে। অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত দানেজ আলীর ছেলে আব্দুর রহিম, মো. নজু মিয়া, আব্দুল ওলির ছেলে মো. রবিউলসহ অজ্ঞাতনামা তিন-চারজন।
স্থানীয়রা জানান, রাতে বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা জয়লাভ করায় খিচুড়ির আয়োজন করেন সমর্থকেরা। সেই খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে শরীফুল ও অভিযুক্তদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানের ভেতরে গিয়ে শরীফুলকে বিবস্ত্র করে মারধর করেন অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শরীফুলের দোকানের টিভিতেই খেলা দেখছিলেন তাঁরা।
ভুক্তভোগী শরীফুল বলেন, ‘খেলা শেষে খিচুড়ি খাওয়ার সময় আমি শুধু বলেছি, খিচুড়ি কম নাই। সবাই খেতে পারবেন। এ কথা কেন বললাম এটাই আমার অপরাধ। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে আমার দোকানের ভেতরে এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে এবং দোকান থেকে ৪০ হাজার টাকা ও আমার ব্যবহৃত স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে আমাকে হাসপাতালে ভর্তি করে সবাই।’
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা জয়লাভ করায় চাওনা গ্রামে শরীফুলের মুদি দোকানে খিচুড়ি খাওয়া নিয়ে ঝামেলা হয়। শরীফুলকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সদ্য ঘোষিত চারটি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় সদ্য ঘোষিত উপজেলার বাউশিয়া, গজারিয়া, টেংগারচর ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির কমিটির নেতাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এ সময় গঠিত কম
১৪ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সুরমা নদী থেকে আরিয়ান আহমদ (৬) নামে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামে সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়
১৬ মিনিট আগেঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেছেন, ‘মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষকই নন, তিনি মানবতার এক মূর্তপ্রতীক। তিনি তাঁর মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ।
২৮ মিনিট আগেবরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ছয়টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে। এগুলো উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তা।
৩১ মিনিট আগে