Ajker Patrika

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
নিহত ছাত্রদল নেতার স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত
নিহত ছাত্রদল নেতার স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাসির হোসেন (৩৩) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মানিকগঞ্জের পুলিশ লাইনস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির হোসেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-অর্থ সম্পাদক।

নিহত নাসির হোসেন দৌলতপুর উপজেলা বাচামারা এলাকার মৃত মজিবর হোসেনের ছেলে। তিনি শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। এ চাকরি করে তিনি সদর উপজেলার জাগীর ইউনিয়নে বাড়ি করে পরিবারসহ থাকতেন। তাঁর দুই বছরের একটি শিশুসন্তান রয়েছে।

নিহতের বন্ধু ফারুক হোসেন বলেন, ‘নাসির হোসেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-অর্থ সম্পাদক। দুর্ঘটনার আগে অফিস শেষ করে শহরের বঙ্গবন্ধু চত্বরে ছাত্র-জনতার সঙ্গে বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙচুরের ঘটনা দেখতে যান এবং ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ শেয়ার করেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনার শিকার হন নাসির।’

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা-পরবর্তী সময় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে ট্রাকচালক ও সহকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত