Ajker Patrika

রামপুরায় স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ২১: ০৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন (৩৬)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় পূর্ব রামপুরা অগ্নিশিখা গলির ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

হাসপাতালে আল আমিনের বন্ধু নাইমুল হাসান হিমেল ও আল আমিনের খালাতো ভাই মাসুদ রানা জানান, আল আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তাঁর বাসা রামপুরা টিভি ভবনের পেছনে।

নাইমুল হাসান হিমেল বলেন, ‘সন্ধ্যার দিকে আল আমিনসহ কয়েকজন অগ্নিশিখা গলি আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহজাদা, মোল্লা সাকিবসহ কয়েকজন এলোপাতাড়ি গুলি করে। এতে আল আমিনের ডান কানের পাশে গুলি লাগে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’

হিমেল অভিযোগ করে বলেন, ‘গত চার-পাঁচ দিন আগে রামপুরা কুঞ্জবন এলাকায় আমাদের কয়েকজনকে মেরে মাথা ফাটিয়ে দেয় শাহজাদা ও তার বাহিনী। পরে আমরা রামপুরা থানায় মামলা করে দিই। এরপর আজকে আমাদের ওপর তারা গুলি করল।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘রামপুরা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। নাক–কান–গলা বিভাগে তাঁর চিকিৎসা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রদলের সভাপতির বেয়াদবি ছুটায় দেব: জামায়াত নেতা সাঈদের ফেসবুক পোস্ট

বিবৃতি দিয়ে রাত ১০টার পর থেকে নেপালের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী

ডাকসুর ফলাফল ঘোষণায় বিলম্বের কারণ জানালেন রিটার্নিং কর্মকর্তা

নেপালের অর্থমন্ত্রীকে দিগম্বর করে নদীতে নিক্ষেপ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত