Ajker Patrika

রামপুরায় স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ২১: ০৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন (৩৬)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় পূর্ব রামপুরা অগ্নিশিখা গলির ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

হাসপাতালে আল আমিনের বন্ধু নাইমুল হাসান হিমেল ও আল আমিনের খালাতো ভাই মাসুদ রানা জানান, আল আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তাঁর বাসা রামপুরা টিভি ভবনের পেছনে।

নাইমুল হাসান হিমেল বলেন, ‘সন্ধ্যার দিকে আল আমিনসহ কয়েকজন অগ্নিশিখা গলি আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহজাদা, মোল্লা সাকিবসহ কয়েকজন এলোপাতাড়ি গুলি করে। এতে আল আমিনের ডান কানের পাশে গুলি লাগে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’

হিমেল অভিযোগ করে বলেন, ‘গত চার-পাঁচ দিন আগে রামপুরা কুঞ্জবন এলাকায় আমাদের কয়েকজনকে মেরে মাথা ফাটিয়ে দেয় শাহজাদা ও তার বাহিনী। পরে আমরা রামপুরা থানায় মামলা করে দিই। এরপর আজকে আমাদের ওপর তারা গুলি করল।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘রামপুরা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। নাক–কান–গলা বিভাগে তাঁর চিকিৎসা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত