নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন তাঁরা।
যাঁরা সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো. রেজওয়ানুল হক, ওয়ান ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ মাহমুদ সবুজ, ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. শওকত আলী খান এবং বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান।
আজ বিচারক মো. আছাদুজ্জামান তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন। এ সপ্তাহের প্রতিদিন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মাইনউদ্দিন চিশতিয়াও সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে গিয়েছিলেন। তবে তাঁর সাক্ষ্য গ্রহণ হয়নি। কাল বুধবার তাঁর সাক্ষ্য নেওয়া হবে।
আদালত সূত্রে জানা গেছে, ব্যাংক কর্মকর্তারা জোবাইদার ব্যাংকে টাকা আমানত রাখার বিষয়ে সাক্ষ্য দেন। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান আদালতকে বসুন্ধরা আবাসিক এলাকায় তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং গিয়াস উদ্দিন আল মামুনের মেয়ে সাবিহা মিম মামুনের নামে দুটি প্লট কেনার বিষয়ে সাক্ষ্য দেন।
তারেক ও জোবাইদা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশ নিতে পারছেন না। গত কয়েক দিনে এ মামলায় মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো।
গত ২১ মে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ড. মো. জহিরুল হুদা সাক্ষ্য দেন। এর আগে গত ১৩ এপ্রিল তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়িকে মামলা থেকে হাইকোর্ট অব্যাহতি দেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন তাঁরা।
যাঁরা সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো. রেজওয়ানুল হক, ওয়ান ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ মাহমুদ সবুজ, ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. শওকত আলী খান এবং বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান।
আজ বিচারক মো. আছাদুজ্জামান তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন। এ সপ্তাহের প্রতিদিন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মাইনউদ্দিন চিশতিয়াও সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে গিয়েছিলেন। তবে তাঁর সাক্ষ্য গ্রহণ হয়নি। কাল বুধবার তাঁর সাক্ষ্য নেওয়া হবে।
আদালত সূত্রে জানা গেছে, ব্যাংক কর্মকর্তারা জোবাইদার ব্যাংকে টাকা আমানত রাখার বিষয়ে সাক্ষ্য দেন। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান আদালতকে বসুন্ধরা আবাসিক এলাকায় তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং গিয়াস উদ্দিন আল মামুনের মেয়ে সাবিহা মিম মামুনের নামে দুটি প্লট কেনার বিষয়ে সাক্ষ্য দেন।
তারেক ও জোবাইদা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশ নিতে পারছেন না। গত কয়েক দিনে এ মামলায় মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো।
গত ২১ মে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ড. মো. জহিরুল হুদা সাক্ষ্য দেন। এর আগে গত ১৩ এপ্রিল তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়িকে মামলা থেকে হাইকোর্ট অব্যাহতি দেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তে সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় বৃহস্পতিবার রাতে ভারতীয় নাগরিকদের পুশইনের আশঙ্কায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
৩৯ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দী উপজেলার জিংলাতলী ইউনিয়নের চান্দেরচর গ্রামে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও জেলায় ছড়িয়ে পড়েছে গবাদিপশুর ‘লাম্পি স্কিন ডিজিজ’ (এলএসডি)। জেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ৩৭টি গরু এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মাটি ব্যবসায়ী আব্দুল মতিন ওরফে মাটি মতিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য আব্দুর রহীম পাটোয়ারীর বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে