Ajker Patrika

নরসিংদীতে সঞ্চালন লাইনে ছিদ্র, ১৩ ঘণ্টা পর গ্যাস সরবরাহ চালু

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে সঞ্চালন লাইনে ছিদ্র, ১৩ ঘণ্টা পর গ্যাস সরবরাহ চালু

নরসিংদীতে তিতাস গ্যাসের মূল সঞ্চালন লাইনে হওয়া ছিদ্র মেরামত শেষে ১৩ ঘণ্টা পর গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে নরসিংদী ও মাধবদী শহরে আবাসিক ও বাণিজ্যিক লাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।

এর আগে গতকাল সোমবার রাত সোয়া ১২টা থেকে নরসিংদী শহর ও মাধবদীতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। তাতে দুর্ভোগে পড়েন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরা।

তিতাস কর্তৃপক্ষ ও গ্রাহকেরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাধবদী পৌর এলাকার রাইনাদী মহল্লায় পৌরসভার ড্রেন নির্মাণের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ভেক্যু মেশিনের আঘাতে তিতাস গ্যাসের ১২ ইঞ্চির মূল সঞ্চালন লাইনে ছিদ্র হয়ে পড়ে। তাতে রাত সোয়া ১২ থেকে নরসিংদী সদর উপজেলার মাধবদী ও নরসিংদী পৌর শহরসহ আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এ কারণে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হয়। পাশাপাশি আবাসিক গ্রাহকেরা রান্না করতে না পারায় সাহরি খেতে দুর্ভোগে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাসের নরসিংদীর আঞ্চলিক শাখা ব্যবস্থাপক মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মাধবদীতে পৌরসভার ড্রেন নির্মাণকাজের সময় অসাবধানতাবশত ভেক্যুর আঘাতে তিতাসের প্রধান সঞ্চালন লাইনে ছিদ্র হওয়ার পর গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এরপর লাইন সংস্কার করে আজ দুপুর সোয়া ১টার দিকে শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত