ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কালামপুর ভোটকেন্দ্রে বহিরাগত এক ব্যক্তিকে প্রবেশ করানোর দায়ে দায়িত্বপ্রাপ্ত র্যাব কর্মকর্তা জাহিদুল ইসলামকে নির্বাচনের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়শা আক্তার। আজ বুধবার সকাল ১০টার দিকে ধামরাইয়ের কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যাহার হওয়া র্যাব কর্মকর্তা জাহিদুল ইসলাম উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন।
বহিরাগত ওই ব্যক্তির নাম জাহিদুর রহমান। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের বাসিন্দা। গত বছরের ১১ নভেম্বর ধামরাইয়ের ১৫টি ইউনিয়নের নির্বাচনের সময় ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বহিরাগত জাহিদুর রহমান নামে ওই ব্যক্তি ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার তাঁকে দেখে প্রশ্ন করেন, তিনি ওই এলাকার ভোটার কিনা? উত্তরে তিনি এখানকার ভোটার নন বলে জানান। পরে নির্বাচন কর্মকর্তা তাঁকে কেন্দ্র ত্যাগ করতে বললে র্যাবের ওই কর্মকর্তা এগিয়ে আসেন এবং বলেন, ‘ওই ব্যক্তি আমার সঙ্গে প্রবেশ করেছেন।’ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়ে ভোটকেন্দ্রে বহিরাগত কাউকে প্রবেশ করানোর কারণে নির্বাচন কর্মকর্তা তাঁর পদবি এবং নাম জেনে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। পরে র্যাবের ওই কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, বিষয়টি র্যাব সদর দপ্তরে জানানো হয়েছে। র্যাবের ওই কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কালামপুর ভোটকেন্দ্রে বহিরাগত এক ব্যক্তিকে প্রবেশ করানোর দায়ে দায়িত্বপ্রাপ্ত র্যাব কর্মকর্তা জাহিদুল ইসলামকে নির্বাচনের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়শা আক্তার। আজ বুধবার সকাল ১০টার দিকে ধামরাইয়ের কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যাহার হওয়া র্যাব কর্মকর্তা জাহিদুল ইসলাম উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন।
বহিরাগত ওই ব্যক্তির নাম জাহিদুর রহমান। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের বাসিন্দা। গত বছরের ১১ নভেম্বর ধামরাইয়ের ১৫টি ইউনিয়নের নির্বাচনের সময় ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বহিরাগত জাহিদুর রহমান নামে ওই ব্যক্তি ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার তাঁকে দেখে প্রশ্ন করেন, তিনি ওই এলাকার ভোটার কিনা? উত্তরে তিনি এখানকার ভোটার নন বলে জানান। পরে নির্বাচন কর্মকর্তা তাঁকে কেন্দ্র ত্যাগ করতে বললে র্যাবের ওই কর্মকর্তা এগিয়ে আসেন এবং বলেন, ‘ওই ব্যক্তি আমার সঙ্গে প্রবেশ করেছেন।’ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়ে ভোটকেন্দ্রে বহিরাগত কাউকে প্রবেশ করানোর কারণে নির্বাচন কর্মকর্তা তাঁর পদবি এবং নাম জেনে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। পরে র্যাবের ওই কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, বিষয়টি র্যাব সদর দপ্তরে জানানো হয়েছে। র্যাবের ওই কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে