নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিদগ্ধের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি আহতদের সঙ্গে দেখা করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। আজ সোমবার সকালে তিনি আহতদের দেখতে যান এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। বর্তমানে হাসপাতালটির আইসিইউতে ৪ জন রয়েছেন। এদের ৩ জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, ‘ভালো লাগল যে, এত কিছুর মধ্যেও মানুষের মুখে হাসি আছে ৷ এটাতে বোঝা যায় এখানের ডাক্তার, নার্সরা যথাযথ চিকিৎসা দিচ্ছেন। রোগী এবং রোগীর স্বজনরা সবাই সন্তুষ্ট। এটার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সরকারের দিক থেকে চিকিৎসাসেবা দেওয়ার যে উদ্যোগ, যেভাবে তত্ত্বাবধান করা হচ্ছে, সেটি সন্তোষজনক।’
যাদের গাফিলতির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘যাদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটল, যারা অবহেলা করেছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা কেন ছিল না, কেন সেটা করতে পারল না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলে আমরা মনে করি। যাদের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। এটাই আমরা প্রত্যাশা করি।’
নাছিমা বেগম আরও বলেন, কমিশন আরও মনে করে, যেখানে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য জনগণ চলাচল করে, সে ধরনের গণপরিবহনে যাতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা থাকে এবং প্রশিক্ষিত জনবল থাকে। শুধু নির্বাপণের ব্যবস্থা থাকলেই হবে না। কীভাবে নির্বাপণ করতে হয়, সেটাও জানতে হবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ক্ষোভ জানিয়ে বলেন, ‘যারা ফিটনেস সার্টিফিকেট দিই, কিসের ওপর ভিত্তি করে ফিটনেস সার্টিফিকেট দিই? বছরের পর বছর শুধু দিয়ে গেলেই হবে না, সেই যানবাহন চলার উপযোগী কি না, ইঞ্জিনগুলো সচল আছে কি না, ঠিকঠাক কাজ করছে কি না, তা দেখতে হবে। অগ্নি নির্বাপণের যে যন্ত্রপাতি আছে সেগুলো সঠিক সময়ে পরিবর্তন করা হচ্ছে কি না, মেয়াদ ঠিক আছে কি না— সেগুলো দেখার জন্য প্রতিটি জায়গায় কর্তৃপক্ষ আছে। তাদের ঠিকঠাক কাজ করতে হবে। আর যেন আমাদের জনজীবনে দুর্ভোগ নেমে না আসে।’
সর্বশেষ অবস্থা জানিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, ‘বর্তমানে ৪ জন আইসিইউতে আছেন। এদের মধ্যে তিনজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাকি যারা আছে, তাদের কেউই শঙ্কামুক্ত না। সবাইকেই আমরা পর্যবেক্ষণ করছি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’
সামন্তলাল আরও বলেন, ‘গতকাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সঙ্গে আমরা একটি জুম মিটিং করেছিলাম। সেখানে আমাদের যারা চিকিৎসক গেছে, সেখানে প্রায় ১৮ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা মোটামুটি ভালো আছে। বাকি যারা আছে, তাদেরও বলেছি ওখানে রেখে চিকিৎসা করার জন্য। যদি প্রয়োজন হয় আমরা তখন নিয়ে আসব। তবে আমরা যে টিমটা পাঠিয়েছি তারা সেখানে চিকিৎসাসেবা দেওয়ার জন্য যথেষ্ট।’
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিদগ্ধের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি আহতদের সঙ্গে দেখা করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। আজ সোমবার সকালে তিনি আহতদের দেখতে যান এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। বর্তমানে হাসপাতালটির আইসিইউতে ৪ জন রয়েছেন। এদের ৩ জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, ‘ভালো লাগল যে, এত কিছুর মধ্যেও মানুষের মুখে হাসি আছে ৷ এটাতে বোঝা যায় এখানের ডাক্তার, নার্সরা যথাযথ চিকিৎসা দিচ্ছেন। রোগী এবং রোগীর স্বজনরা সবাই সন্তুষ্ট। এটার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সরকারের দিক থেকে চিকিৎসাসেবা দেওয়ার যে উদ্যোগ, যেভাবে তত্ত্বাবধান করা হচ্ছে, সেটি সন্তোষজনক।’
যাদের গাফিলতির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘যাদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটল, যারা অবহেলা করেছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা কেন ছিল না, কেন সেটা করতে পারল না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলে আমরা মনে করি। যাদের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। এটাই আমরা প্রত্যাশা করি।’
নাছিমা বেগম আরও বলেন, কমিশন আরও মনে করে, যেখানে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য জনগণ চলাচল করে, সে ধরনের গণপরিবহনে যাতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা থাকে এবং প্রশিক্ষিত জনবল থাকে। শুধু নির্বাপণের ব্যবস্থা থাকলেই হবে না। কীভাবে নির্বাপণ করতে হয়, সেটাও জানতে হবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ক্ষোভ জানিয়ে বলেন, ‘যারা ফিটনেস সার্টিফিকেট দিই, কিসের ওপর ভিত্তি করে ফিটনেস সার্টিফিকেট দিই? বছরের পর বছর শুধু দিয়ে গেলেই হবে না, সেই যানবাহন চলার উপযোগী কি না, ইঞ্জিনগুলো সচল আছে কি না, ঠিকঠাক কাজ করছে কি না, তা দেখতে হবে। অগ্নি নির্বাপণের যে যন্ত্রপাতি আছে সেগুলো সঠিক সময়ে পরিবর্তন করা হচ্ছে কি না, মেয়াদ ঠিক আছে কি না— সেগুলো দেখার জন্য প্রতিটি জায়গায় কর্তৃপক্ষ আছে। তাদের ঠিকঠাক কাজ করতে হবে। আর যেন আমাদের জনজীবনে দুর্ভোগ নেমে না আসে।’
সর্বশেষ অবস্থা জানিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, ‘বর্তমানে ৪ জন আইসিইউতে আছেন। এদের মধ্যে তিনজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাকি যারা আছে, তাদের কেউই শঙ্কামুক্ত না। সবাইকেই আমরা পর্যবেক্ষণ করছি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’
সামন্তলাল আরও বলেন, ‘গতকাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সঙ্গে আমরা একটি জুম মিটিং করেছিলাম। সেখানে আমাদের যারা চিকিৎসক গেছে, সেখানে প্রায় ১৮ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা মোটামুটি ভালো আছে। বাকি যারা আছে, তাদেরও বলেছি ওখানে রেখে চিকিৎসা করার জন্য। যদি প্রয়োজন হয় আমরা তখন নিয়ে আসব। তবে আমরা যে টিমটা পাঠিয়েছি তারা সেখানে চিকিৎসাসেবা দেওয়ার জন্য যথেষ্ট।’
গাজীপুরের শ্রীপুরে এক কারখানার দুই শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে মুক্তপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীদের মুক্তিপণ দাবির ফোন পেয়েই এক মা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অপহরণকারীরা দুজনকে তুলে নিয়ে বেদম মারধর করে বাড়িতে মুক্তিপণ দাবি করে ফোন দেয়। সন্তান অপহরণের শিকার এমন খবর পেয়ে এক নারী (মা) মারা গেল
১৪ মিনিট আগেবিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো ‘হিজাব র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়। টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে এটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
৩৩ মিনিট আগেঅবৈধপথে ইতালি যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অভিযোগ, ইতালি যাওয়ার জন্য প্রত্যেক পরিবার দালাল চক্রকে ১৬ লাখ টাকা দেয়। কিন্তু সেই টাকা লিবিয়ার মাফিয়াদের দেওয়া হয়নি বলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যা করে। হত্যার বিষয়টি ধামাচাপা দিতে বা
৪৩ মিনিট আগেকাগজ দিয়ে পরিবেশবান্ধব কলম তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক শিক্ষার্থী। তাঁর নাম মো. আমিরুল ইসলাম। তিনি উপজেলার সেকান্দারখালী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে এবং আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, প্লাস্টিকের ব্যবহার কমাতে শিক্ষার্থী আমিরুল এই উদ্যোগ নিয়েছেন। ক
১ ঘণ্টা আগে