নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিদগ্ধের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি আহতদের সঙ্গে দেখা করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। আজ সোমবার সকালে তিনি আহতদের দেখতে যান এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। বর্তমানে হাসপাতালটির আইসিইউতে ৪ জন রয়েছেন। এদের ৩ জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, ‘ভালো লাগল যে, এত কিছুর মধ্যেও মানুষের মুখে হাসি আছে ৷ এটাতে বোঝা যায় এখানের ডাক্তার, নার্সরা যথাযথ চিকিৎসা দিচ্ছেন। রোগী এবং রোগীর স্বজনরা সবাই সন্তুষ্ট। এটার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সরকারের দিক থেকে চিকিৎসাসেবা দেওয়ার যে উদ্যোগ, যেভাবে তত্ত্বাবধান করা হচ্ছে, সেটি সন্তোষজনক।’
যাদের গাফিলতির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘যাদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটল, যারা অবহেলা করেছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা কেন ছিল না, কেন সেটা করতে পারল না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলে আমরা মনে করি। যাদের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। এটাই আমরা প্রত্যাশা করি।’
নাছিমা বেগম আরও বলেন, কমিশন আরও মনে করে, যেখানে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য জনগণ চলাচল করে, সে ধরনের গণপরিবহনে যাতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা থাকে এবং প্রশিক্ষিত জনবল থাকে। শুধু নির্বাপণের ব্যবস্থা থাকলেই হবে না। কীভাবে নির্বাপণ করতে হয়, সেটাও জানতে হবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ক্ষোভ জানিয়ে বলেন, ‘যারা ফিটনেস সার্টিফিকেট দিই, কিসের ওপর ভিত্তি করে ফিটনেস সার্টিফিকেট দিই? বছরের পর বছর শুধু দিয়ে গেলেই হবে না, সেই যানবাহন চলার উপযোগী কি না, ইঞ্জিনগুলো সচল আছে কি না, ঠিকঠাক কাজ করছে কি না, তা দেখতে হবে। অগ্নি নির্বাপণের যে যন্ত্রপাতি আছে সেগুলো সঠিক সময়ে পরিবর্তন করা হচ্ছে কি না, মেয়াদ ঠিক আছে কি না— সেগুলো দেখার জন্য প্রতিটি জায়গায় কর্তৃপক্ষ আছে। তাদের ঠিকঠাক কাজ করতে হবে। আর যেন আমাদের জনজীবনে দুর্ভোগ নেমে না আসে।’
সর্বশেষ অবস্থা জানিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, ‘বর্তমানে ৪ জন আইসিইউতে আছেন। এদের মধ্যে তিনজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাকি যারা আছে, তাদের কেউই শঙ্কামুক্ত না। সবাইকেই আমরা পর্যবেক্ষণ করছি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’
সামন্তলাল আরও বলেন, ‘গতকাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সঙ্গে আমরা একটি জুম মিটিং করেছিলাম। সেখানে আমাদের যারা চিকিৎসক গেছে, সেখানে প্রায় ১৮ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা মোটামুটি ভালো আছে। বাকি যারা আছে, তাদেরও বলেছি ওখানে রেখে চিকিৎসা করার জন্য। যদি প্রয়োজন হয় আমরা তখন নিয়ে আসব। তবে আমরা যে টিমটা পাঠিয়েছি তারা সেখানে চিকিৎসাসেবা দেওয়ার জন্য যথেষ্ট।’
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিদগ্ধের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি আহতদের সঙ্গে দেখা করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। আজ সোমবার সকালে তিনি আহতদের দেখতে যান এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। বর্তমানে হাসপাতালটির আইসিইউতে ৪ জন রয়েছেন। এদের ৩ জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, ‘ভালো লাগল যে, এত কিছুর মধ্যেও মানুষের মুখে হাসি আছে ৷ এটাতে বোঝা যায় এখানের ডাক্তার, নার্সরা যথাযথ চিকিৎসা দিচ্ছেন। রোগী এবং রোগীর স্বজনরা সবাই সন্তুষ্ট। এটার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সরকারের দিক থেকে চিকিৎসাসেবা দেওয়ার যে উদ্যোগ, যেভাবে তত্ত্বাবধান করা হচ্ছে, সেটি সন্তোষজনক।’
যাদের গাফিলতির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘যাদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটল, যারা অবহেলা করেছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা কেন ছিল না, কেন সেটা করতে পারল না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলে আমরা মনে করি। যাদের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। এটাই আমরা প্রত্যাশা করি।’
নাছিমা বেগম আরও বলেন, কমিশন আরও মনে করে, যেখানে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য জনগণ চলাচল করে, সে ধরনের গণপরিবহনে যাতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা থাকে এবং প্রশিক্ষিত জনবল থাকে। শুধু নির্বাপণের ব্যবস্থা থাকলেই হবে না। কীভাবে নির্বাপণ করতে হয়, সেটাও জানতে হবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ক্ষোভ জানিয়ে বলেন, ‘যারা ফিটনেস সার্টিফিকেট দিই, কিসের ওপর ভিত্তি করে ফিটনেস সার্টিফিকেট দিই? বছরের পর বছর শুধু দিয়ে গেলেই হবে না, সেই যানবাহন চলার উপযোগী কি না, ইঞ্জিনগুলো সচল আছে কি না, ঠিকঠাক কাজ করছে কি না, তা দেখতে হবে। অগ্নি নির্বাপণের যে যন্ত্রপাতি আছে সেগুলো সঠিক সময়ে পরিবর্তন করা হচ্ছে কি না, মেয়াদ ঠিক আছে কি না— সেগুলো দেখার জন্য প্রতিটি জায়গায় কর্তৃপক্ষ আছে। তাদের ঠিকঠাক কাজ করতে হবে। আর যেন আমাদের জনজীবনে দুর্ভোগ নেমে না আসে।’
সর্বশেষ অবস্থা জানিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, ‘বর্তমানে ৪ জন আইসিইউতে আছেন। এদের মধ্যে তিনজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাকি যারা আছে, তাদের কেউই শঙ্কামুক্ত না। সবাইকেই আমরা পর্যবেক্ষণ করছি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’
সামন্তলাল আরও বলেন, ‘গতকাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সঙ্গে আমরা একটি জুম মিটিং করেছিলাম। সেখানে আমাদের যারা চিকিৎসক গেছে, সেখানে প্রায় ১৮ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা মোটামুটি ভালো আছে। বাকি যারা আছে, তাদেরও বলেছি ওখানে রেখে চিকিৎসা করার জন্য। যদি প্রয়োজন হয় আমরা তখন নিয়ে আসব। তবে আমরা যে টিমটা পাঠিয়েছি তারা সেখানে চিকিৎসাসেবা দেওয়ার জন্য যথেষ্ট।’
কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে