ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ছয়জনের নিহত হওয়ার ঘটনা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে করে চার সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
অন্যদিকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। এ ছাড়াও আহত সবার চিকিৎসা নিশ্চিত করতে সকল ধরনের সহযোগিতার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ওষুধ কিনে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশের গোলচত্বর এলাকা পরিদর্শনকালে এ ঘোষণা দেন জেলা প্রশাসক। এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়াও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তিকৃত আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসাধীন কারও ওষুধ লাগলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তা বাইরে থেকে কিনে দেওয়া হবে।
তিনি আরও বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেমকে প্রধান করে বিআরটিএ, পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী লেনে চলে যায়। পরে অপর দিকে টাঙ্গাইল দিক থেকে আসা একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমরে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দিকে মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ছয়জনের নিহত হওয়ার ঘটনা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে করে চার সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
অন্যদিকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। এ ছাড়াও আহত সবার চিকিৎসা নিশ্চিত করতে সকল ধরনের সহযোগিতার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ওষুধ কিনে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশের গোলচত্বর এলাকা পরিদর্শনকালে এ ঘোষণা দেন জেলা প্রশাসক। এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়াও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তিকৃত আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসাধীন কারও ওষুধ লাগলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তা বাইরে থেকে কিনে দেওয়া হবে।
তিনি আরও বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেমকে প্রধান করে বিআরটিএ, পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী লেনে চলে যায়। পরে অপর দিকে টাঙ্গাইল দিক থেকে আসা একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমরে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দিকে মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
২ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
২ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ
২ ঘণ্টা আগেখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে