অনলাইন ডেস্ক
গভীর রাতে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা তালহা বিন জসিম।
এক বার্তায় তিনি বলেন, রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। পরে তিন দফায় আরও ১২টি ইউনিট যোগ দেয়।
সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে ৩টার পর আগুন স্তিমিত হয়ে আসে। কিন্তু পুরো ৭ নম্বর ভবনে ধোঁয়া দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন দিয়ে প্রতিটি ফ্লোরে পানি ছিটানোর চেষ্টা করছেন।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় , সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস রয়েছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসকে সহায়তা করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন।
ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনাবাহিনীও রয়েছে। সেনাসদস্যরা সচিবালয়ে নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন।
এরই মধ্যে রাত অনুমানিক ৩টা ১৮ মিনিটের দিকে সচিবালয়ে সামনে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
গভীর রাতে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা তালহা বিন জসিম।
এক বার্তায় তিনি বলেন, রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। পরে তিন দফায় আরও ১২টি ইউনিট যোগ দেয়।
সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে ৩টার পর আগুন স্তিমিত হয়ে আসে। কিন্তু পুরো ৭ নম্বর ভবনে ধোঁয়া দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন দিয়ে প্রতিটি ফ্লোরে পানি ছিটানোর চেষ্টা করছেন।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় , সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস রয়েছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসকে সহায়তা করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন।
ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনাবাহিনীও রয়েছে। সেনাসদস্যরা সচিবালয়ে নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন।
এরই মধ্যে রাত অনুমানিক ৩টা ১৮ মিনিটের দিকে সচিবালয়ে সামনে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে একটানা লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালো রাঙামাটির উ ক্য সাইন মারমা।
২ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুল শিক্ষক মাহরিন চৌধুরীর দাফন হবে নীলফামারীর নিজ গ্রামে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই জেলার জলঢাকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী গ্রামে প্রস্তুত করা হচ্ছে তার কবর। বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক এই কবর
৪ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে ইয়াসমিন আক্তার (৯) ও জান্নাত আক্তার (৮) নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের সাকসি গ্রামের ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেমেয়ে মেহেনাজ আফরি হুমায়রার (৯) চিরবিদায় মেনে নিতে পারছেন না মা সুমি আক্তার। তিনি বাকরুদ্ধ হয়ে পড়ে আছেন। মাঝেমধ্যে চোখ খুলে চারিদিকে অবাক তাকিয়ে থাকছেন, আবার মুহূর্তেই মূর্ছা যাচ্ছেন। বাড়ির উঠানে আর্তনাদ করছেন বৃদ্ধা দাদি।
৮ মিনিট আগে