Ajker Patrika

টাঙ্গাইলের স্কুলশিক্ষার্থী শিহাব হত্যাকাণ্ডের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৯: ৪৩
Thumbnail image

টাঙ্গাইলের সৃষ্টি একাডেমির শিক্ষার্থী শিহাব হত্যায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিহাবের বাবা ইলিয়াস হোসাইন, মা আসমা আক্তার, ভাই আল আমীন শিকদার, বোন মুক্তি আক্তার ও দাদি লিলি আক্তার। 

লিখিত বক্তব্যে শিহাবের ভাই আল আমীন শিকদার জানান, গত ২০ জুন টাঙ্গাইলের সৃষ্টি একাডেমি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাবকে (১০) নির্মমভাবে নির্যাতনের মাধ্যমে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডটি ভিন্ন ধারায় প্রবাহিত করতে সৃষ্টি একাডেমি কর্তৃপক্ষ হত্যাকাণ্ডটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা প্রথমে শিহাব অসুস্থ হয়েছে, পরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এবং একপর্যায়ে আত্মহত্যা করেছে বলে শিহাবের স্বজনদের জানায়। 

কিন্তু বিষয়টা সন্দেহজনক হলে শিহাবের মরদেহ ময়নাতদন্ত করা হয়। তদন্ত শেষে চিকিৎসকেরা জানান শিহাবকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ২৭ জুন টাঙ্গাইল সদর থানায় ছয়জনকে আসামি করে মামলা করা হয়। যদিও পুলিশ মামলা নিতে নানা গড়িমসি করে। 

সংবাদ সম্মেলনে শিহাবের বাবা ইলিয়াস হোসাইন বলেন, ‘আমরা মামলা করার পরও প্রশাসনের গড়িমসি ও অবহেলার কারণে অভিযুক্ত ব্যক্তিরা আড়ালে রয়ে গেছে। এরপর টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ এবং শিক্ষার্থীরা শিহাবের এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে আন্দোলন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে আসছে। তবু তদন্তকারী পুলিশের আচরণ রহস্যজনক।’ 

এদিকে মামলা তুলে নিতে আসামিরা ভুক্তভোগী শিহাবের পরিবারকে হুমকি দিচ্ছে বলে দাবি করে শিহাবের মা বলেন, ‘সৃষ্টি একাডেমির চেয়ারম্যান আমাদের বারবার সমঝোতার প্রস্তাব দিচ্ছে। আমাদের টাকা দিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।’ 

শিহাবের মা আরও বলেন, ‘একটি হত্যাকাণ্ড ধামাচাপা দিতে সমঝোতার চেষ্টা করা মানে ওই হত্যাকাণ্ডকে মেনে নেওয়া। আসামিদের সঙ্গে পুলিশের যোগসাজশ থাকায় এই আলোচিত হত্যাকাণ্ডে জড়িতরা পার পেয়ে যাচ্ছে।’ 

এ অবস্থায় স্কুলছাত্র শিহাবের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনপ্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন শিহাবের মা আসমা আক্তার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত