Ajker Patrika

ঘাটাইলে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় শিক্ষক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকচাপায় মিজানুর রহমান নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে দেউলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ট্রাকচাপায় মারা যাওয়া মিজানুর রহমান উপজেলার ধলাপাড়া এস ইউপি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কলহকুড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। মিজানুর রহমান মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটি চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত