নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের ৫০টি খাতা রাস্তায় কুড়িয়ে পেয়েছেন এক ভিক্ষুক। তাঁর কাছ থেকে খাতাগুলো মুরাদ হাসান নামে এক ব্যক্তি নিয়ে জমা দিয়েছেন কাফরুল থানায়।
আজ বুধবার সকাল সাড়ে আটটায় মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে গিয়ে মুরাদ হোসেন খাতাগুলো দেখতে পান এক ভিক্ষুকের কাছে। প্রথমে সন্দেহ হলে ভালো করে যাচাই করে দেখতে পান এগুলো এইচএসসি পরীক্ষার খাতা।
এই বিষয়ে মুরাদ হোসেন বলেন, ‘মিরপুর গোল চত্বরে আসার পর আমি একটা জটলা দেখে এগিয়ে যাই। এরপর দেখি কিছু ভিক্ষুক এক বান্ডিল মতো খাতা নিয়ে তা বিক্রি করার জন্য আলোচনা করছে। তাঁরা আমাকে জানায় এইগুলো রাস্তায় কুড়িয়ে পেয়েছে।’
মুরাদ হোসেন আরও বলেন, ‘খাতাগুলো নিয়ে যাচাই করে দেখি তা চলমান এইচএসসি পরীক্ষার। খাতার ওপরে ঢাকা শিক্ষা বোর্ডের কাগজ দিয়ে বাধা ছিল। সেই সঙ্গে ইংরেজি প্রথম পত্র ও কোড নম্বর দেওয়া ছিল। খাতার বান্ডিলে ৫০টি খাতা এমনও উল্লেখ করা ছিল। পরে খাতাগুলো নিয়ে ফেসবুকে পোস্ট দিলে ঢাকা বোর্ড থেকে যোগাযোগ করা হয়। তাদের নির্দেশনা অনুযায়ী খাতাগুলো কাফরুল থানায় জমা দেই।’
খাতা পাওয়ার কথা নিশ্চিত করে কাফরুল থানার ডিউটি অফিসার রুমি বলেন, ‘থানায় খাতার একটা বান্ডিল জমা দেওয়া হয়েছে। একজন পথচারী খাতাগুলো রাস্তায় কুড়িয়ে পেয়ে থানায় জমা দিয়েছেন।’
জানা গেছে, উত্তরপত্রগুলোর দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. ইব্রাহীম হুসাইন। এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, ‘আমরা খাতাগুলো থানা থেকে এনেছি এবং দোষী পরীক্ষককে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের ৫০টি খাতা রাস্তায় কুড়িয়ে পেয়েছেন এক ভিক্ষুক। তাঁর কাছ থেকে খাতাগুলো মুরাদ হাসান নামে এক ব্যক্তি নিয়ে জমা দিয়েছেন কাফরুল থানায়।
আজ বুধবার সকাল সাড়ে আটটায় মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে গিয়ে মুরাদ হোসেন খাতাগুলো দেখতে পান এক ভিক্ষুকের কাছে। প্রথমে সন্দেহ হলে ভালো করে যাচাই করে দেখতে পান এগুলো এইচএসসি পরীক্ষার খাতা।
এই বিষয়ে মুরাদ হোসেন বলেন, ‘মিরপুর গোল চত্বরে আসার পর আমি একটা জটলা দেখে এগিয়ে যাই। এরপর দেখি কিছু ভিক্ষুক এক বান্ডিল মতো খাতা নিয়ে তা বিক্রি করার জন্য আলোচনা করছে। তাঁরা আমাকে জানায় এইগুলো রাস্তায় কুড়িয়ে পেয়েছে।’
মুরাদ হোসেন আরও বলেন, ‘খাতাগুলো নিয়ে যাচাই করে দেখি তা চলমান এইচএসসি পরীক্ষার। খাতার ওপরে ঢাকা শিক্ষা বোর্ডের কাগজ দিয়ে বাধা ছিল। সেই সঙ্গে ইংরেজি প্রথম পত্র ও কোড নম্বর দেওয়া ছিল। খাতার বান্ডিলে ৫০টি খাতা এমনও উল্লেখ করা ছিল। পরে খাতাগুলো নিয়ে ফেসবুকে পোস্ট দিলে ঢাকা বোর্ড থেকে যোগাযোগ করা হয়। তাদের নির্দেশনা অনুযায়ী খাতাগুলো কাফরুল থানায় জমা দেই।’
খাতা পাওয়ার কথা নিশ্চিত করে কাফরুল থানার ডিউটি অফিসার রুমি বলেন, ‘থানায় খাতার একটা বান্ডিল জমা দেওয়া হয়েছে। একজন পথচারী খাতাগুলো রাস্তায় কুড়িয়ে পেয়ে থানায় জমা দিয়েছেন।’
জানা গেছে, উত্তরপত্রগুলোর দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. ইব্রাহীম হুসাইন। এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, ‘আমরা খাতাগুলো থানা থেকে এনেছি এবং দোষী পরীক্ষককে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
৬ মিনিট আগেসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চান্দাইকোনা নাগপাড়া এলাকার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেশনিবার রাতে জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটকের সময় আট জোড়া হাতকড়া, কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ ১০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেজনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
৪৩ মিনিট আগে