Ajker Patrika

এইচএসসির ৫০টি খাতা রাস্তায় কুড়িয়ে পেলেন ভিক্ষুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এইচএসসির ৫০টি খাতা রাস্তায় কুড়িয়ে পেলেন ভিক্ষুক

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের ৫০টি খাতা রাস্তায় কুড়িয়ে পেয়েছেন এক ভিক্ষুক। তাঁর কাছ থেকে খাতাগুলো মুরাদ হাসান নামে এক ব্যক্তি নিয়ে জমা দিয়েছেন কাফরুল থানায়।

আজ বুধবার সকাল সাড়ে আটটায় মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে গিয়ে মুরাদ হোসেন খাতাগুলো দেখতে পান এক ভিক্ষুকের কাছে। প্রথমে সন্দেহ হলে ভালো করে যাচাই করে দেখতে পান এগুলো এইচএসসি পরীক্ষার খাতা। 

এই বিষয়ে মুরাদ হোসেন বলেন, ‘মিরপুর গোল চত্বরে আসার পর আমি একটা জটলা দেখে এগিয়ে যাই। এরপর দেখি কিছু ভিক্ষুক এক বান্ডিল মতো খাতা নিয়ে তা বিক্রি করার জন্য আলোচনা করছে। তাঁরা আমাকে জানায় এইগুলো রাস্তায় কুড়িয়ে পেয়েছে।’ 

মুরাদ হোসেন আরও বলেন, ‘খাতাগুলো নিয়ে যাচাই করে দেখি তা চলমান এইচএসসি পরীক্ষার। খাতার ওপরে ঢাকা শিক্ষা বোর্ডের কাগজ দিয়ে বাধা ছিল। সেই সঙ্গে ইংরেজি প্রথম পত্র ও কোড নম্বর দেওয়া ছিল। খাতার বান্ডিলে ৫০টি খাতা এমনও উল্লেখ করা ছিল। পরে খাতাগুলো নিয়ে ফেসবুকে পোস্ট দিলে ঢাকা বোর্ড থেকে যোগাযোগ করা হয়। তাদের নির্দেশনা অনুযায়ী খাতাগুলো কাফরুল থানায় জমা দেই।’ 

খাতা পাওয়ার কথা নিশ্চিত করে কাফরুল থানার ডিউটি অফিসার রুমি বলেন, ‘থানায় খাতার একটা বান্ডিল জমা দেওয়া হয়েছে। একজন পথচারী খাতাগুলো রাস্তায় কুড়িয়ে পেয়ে থানায় জমা দিয়েছেন।’

জানা গেছে, উত্তরপত্রগুলোর দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. ইব্রাহীম হুসাইন। এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, ‘আমরা খাতাগুলো থানা থেকে এনেছি এবং দোষী পরীক্ষককে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত