ঢাবি সংবাদদাতা
৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন অফিসারকে ঈদের আগেই গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিতকরণের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছেন গেজেটবঞ্চিতরা। পদযাত্রায় পুলিশ বাধা প্রদান করে তাঁদের থামিয়ে দেয়। পরে আন্দোলনকারীদের থেকে পাঁচজন প্রতিনিধিকে মন্ত্রণালয়ে পাঠানো হয়।
আজ বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই পদযাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মোড়ে পুলিশ তাঁদের থামিয়ে দেয়।
পরে আন্দোলনকারীরা কার্জন হলের মোড়েই অবস্থান করেন এবং তাঁদের পাঁচজন প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠান। প্রতিনিধিরা হলেন—শাহ মো. মোয়াজ্জেম, আরমান হোসেন, ফারিয়া ইসলাম, রিমা ইসলাম ও কাঞ্জিলাল রয় জীবন।
প্রতিনিধিরা স্মারকলিপি প্রদানের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করবেন বলে জানা যায়। স্মারকলিপিতে গেজেটবঞ্চিত এই ২২৭ জন অফিসারের দুর্ভোগের কথা উল্লেখের পাশাপাশি ঈদের আগেই নিয়োগ নিশ্চিতের দাবি জানানো হয়।
আন্দোলনকারীদের মধ্য থেকে মো. হামিদুর রহমান নয়ন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করি। পুলিশ আমাদের কেবল থামিয়ে দিয়েছে। তবে কোনো সংঘর্ষ বা মারধরের ঘটনা ঘটেনি। আলোচনার ভিত্তিতে আমাদের পাঁচজন প্রতিনিধি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে কথা বলবেন।’
তিনি তাঁদের দাবি নিয়ে বলেন, ‘এ বছরের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদের দু-তিন দিনের মধ্যে গেজেটভুক্ত করার আশ্বাস দিয়েছেন। তারপর আড়াই মাস চলে গেলেও কোনো ফল পাইনি। আমরা এ নিয়ে গতকাল মানববন্ধন করেছি। কিন্তু কর্তৃপক্ষের কারও কোনো সাড়া পাইনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য এ পদযাত্রা শুরু করি। স্মারকলিপিতে খুব দ্রুত এবং ঈদের আগেই যেন আমাদের গেজেটভুক্ত করে নিয়োগ নিশ্চিত করা হয়, সে বিষয়ে আমরা দাবি পেশ করেছি।’
বিসিএস খাদ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত খাইরুল আলম বলেন, ‘পুলিশের দিক থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। আমরা পাঁচজন প্রতিনিধি ভেতরে পাঠিয়েছি। তাঁদের জন্য অপেক্ষা করছি। প্রতিনিধিদের সঙ্গে কী আলোচনা হয়, তার ভিত্তিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’
উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর, পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এই গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭ জন বাদ পড়েন।
৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন অফিসারকে ঈদের আগেই গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিতকরণের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছেন গেজেটবঞ্চিতরা। পদযাত্রায় পুলিশ বাধা প্রদান করে তাঁদের থামিয়ে দেয়। পরে আন্দোলনকারীদের থেকে পাঁচজন প্রতিনিধিকে মন্ত্রণালয়ে পাঠানো হয়।
আজ বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই পদযাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মোড়ে পুলিশ তাঁদের থামিয়ে দেয়।
পরে আন্দোলনকারীরা কার্জন হলের মোড়েই অবস্থান করেন এবং তাঁদের পাঁচজন প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠান। প্রতিনিধিরা হলেন—শাহ মো. মোয়াজ্জেম, আরমান হোসেন, ফারিয়া ইসলাম, রিমা ইসলাম ও কাঞ্জিলাল রয় জীবন।
প্রতিনিধিরা স্মারকলিপি প্রদানের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করবেন বলে জানা যায়। স্মারকলিপিতে গেজেটবঞ্চিত এই ২২৭ জন অফিসারের দুর্ভোগের কথা উল্লেখের পাশাপাশি ঈদের আগেই নিয়োগ নিশ্চিতের দাবি জানানো হয়।
আন্দোলনকারীদের মধ্য থেকে মো. হামিদুর রহমান নয়ন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করি। পুলিশ আমাদের কেবল থামিয়ে দিয়েছে। তবে কোনো সংঘর্ষ বা মারধরের ঘটনা ঘটেনি। আলোচনার ভিত্তিতে আমাদের পাঁচজন প্রতিনিধি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে কথা বলবেন।’
তিনি তাঁদের দাবি নিয়ে বলেন, ‘এ বছরের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদের দু-তিন দিনের মধ্যে গেজেটভুক্ত করার আশ্বাস দিয়েছেন। তারপর আড়াই মাস চলে গেলেও কোনো ফল পাইনি। আমরা এ নিয়ে গতকাল মানববন্ধন করেছি। কিন্তু কর্তৃপক্ষের কারও কোনো সাড়া পাইনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য এ পদযাত্রা শুরু করি। স্মারকলিপিতে খুব দ্রুত এবং ঈদের আগেই যেন আমাদের গেজেটভুক্ত করে নিয়োগ নিশ্চিত করা হয়, সে বিষয়ে আমরা দাবি পেশ করেছি।’
বিসিএস খাদ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত খাইরুল আলম বলেন, ‘পুলিশের দিক থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। আমরা পাঁচজন প্রতিনিধি ভেতরে পাঠিয়েছি। তাঁদের জন্য অপেক্ষা করছি। প্রতিনিধিদের সঙ্গে কী আলোচনা হয়, তার ভিত্তিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’
উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর, পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এই গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭ জন বাদ পড়েন।
দীর্ঘ দেড় বছর পর আবারও ফরিদপুরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছুটে এলেন জাপানি ব্যবসায়ী তামিকো মিজোয়ই। স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাঁর ভালোবাসা এবং সহমর্মিতার নজির আগেও দেখা গেছে। এবারও তিনি নিজ হাতে টাকা, চাল, ডাল ও তেল বিতরণ করেন।
২৪ মিনিট আগেঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে র্যাব-১ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরের সীমানা প্রাচীর ভেঙে খেলার মাঠে ঢুকে পড়েছে একটি বাস। আজ বুধবার (১৯ মার্চ) বেলা ২টার দিকে উত্তরায় এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
৩৭ মিনিট আগেচাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফিটনেসবিহীন কোনো লঞ্চ ২৬ মার্চের পর চাঁদপুর-ঢাকা নৌপথে চলবে না। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। লঞ্চে ওঠা থেকে নামা পর্যন্ত প্রত্যেক যাত্রীকে সঠিক সেবা দিতে হবে।
৪৩ মিনিট আগেযুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধের দাবি...
১ ঘণ্টা আগে