Ajker Patrika

বন্যার্তদের মানবিক সহায়তায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বন্যার্তদের মানবিক সহায়তায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর

দেশের সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা ভয়াবহ বন্যা হয়েছে। এতে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যাদুর্গত এলাকার মানুষকে উদ্ধার ও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেসামরিক প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর ও বিভিন্ন সংস্থা বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের বন্যা কবলিত মানুষের মানবিক সহায়তা হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মাচারিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। এ সময় অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।

এছাড়াও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার, সিলেট বরাবর বন্যা দুর্গতদের জন্য এক লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত