Ajker Patrika

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী উইং চায় আইইবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মে ২০২৩, ১৬: ২৪
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী উইং চায় আইইবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে প্রকৌশলী উইং সৃষ্টির দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সদস্যরা। আজ শনিবার রাজধানীর আইইবি সদর দপ্তরে প্রতিষ্ঠানটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

আইইবির সভাপতি মো. নুরুল হুদা বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরে একটা প্রকৌশল উইং গঠন করা অত্যন্ত জরুরি। পদ্মা সেতু বাস্তবায়নের সময় প্রয়াত প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটা বিশেষজ্ঞ দল ছিল। যারা প্রতিনিয়ত প্রধানমন্ত্রীকে টেকনিক্যাল ইস্যুগুলো বোঝাতেন এবং তা কীভাবে সমাধান করা যায় সেটার পথ দেখাতেন।

নুরুল হুদা বলেন, বর্তমানে যে মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা টেকনিক্যাল প্রকৌশলীদের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়, তাহলে তারা প্রকল্পগুলো প্রতিনিয়ত পর্যালোচনাসহ বাস্তবায়ন করবে। এতে অনেক টাকা বেঁচে যাবে। যে সময় বেশি লাগছে; তার কারণ হচ্ছে যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা অন্য দপ্তরকে খুশি করে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে দেরি করছে।

লিখিত বক্তব্যে আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন বলেন, বিভিন্ন প্রকৌশল সংস্থার কাজ কারিগরি বিষয় সংশ্লিষ্ট বিধায় প্রকৌশল সংস্থাগুলোর চেয়ারম্যান, কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সর্বোপরি সংস্থার শীর্ষপদগুলোতে প্রকৌশলীর অভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড, রাজউক ও বিসিআইসির শীর্ষ পদে ইতিপূর্বে প্রকৌশলী থাকলেও বর্তমানে অপ্রকৌশলীকে পদায়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাই প্রকৌশল সংস্থা এবং কোম্পানিগুলোতে সার্বিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকৌশল সংস্থা, বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলো, পেট্রোবাংলা ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আওতাধীন কোম্পানিগুলো এবং মেট্রোরেলসহ অন্য প্রকৌশল-নির্ভর প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের পরিচালকসহ সর্বোপরি শীর্ষপদগুলোতে অপ্রকৌশলী ব্যক্তিদের স্থলে প্রকৌশলীদের পদায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদ তৃতীয় গ্রেড থেকে দ্বিতীয় গ্রেড ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত, পলিটেকনিক শিক্ষকদের বর্তমান চাকরি কাঠামোতে পরিবর্তন, বিভিন্ন প্রকৌশল সংস্থায় বিসিএস ক্যাডার অন্তর্ভুক্ত, বিভিন্ন প্রকল্পে প্রকল্প পরিচালক নিয়োগে প্রকৌশলীদের অগ্রাধিকার রাখার দাবি জানানো হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশল উইং সৃষ্টিসহ কারিগরি জ্ঞানহীন বা প্রকৌশলকাজে চর্চাবিহীন ব্যক্তিদের পিডি হিসেবে নিয়োগ না দিয়ে কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের পিডি হিসেবে নিয়োগ করার দাবি জানানো হয়।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডের কর্মসূচিতে মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ডে’-এর অনুষ্ঠান শুরু হচ্ছে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে। আগামীকাল রোববার সকালে আইইবি সদর দপ্তরে জাতীয় ও আইইবির পতাকা উত্তোলন, শপথ গ্রহণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আইইবি সদর দপ্তরে বিকেল পাঁচটায় স্মৃতিচারণা ও আলোচনা সভা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে। একই দিন সারা দেশে আইইবির ১৮টি কেন্দ্র, ৩৪টি উপকেন্দ্র এবং ১৪টি ওভারসিজ চ্যাপ্টারেও বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনে আইইবির প্রেসিডেন্ট মো. নুরুল হুদার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আইইবির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, খন্দকার মঞ্জুর মোর্শেদ, সহকারী সাধারণ সম্পাদক মো. আবুল কালাম হাজারী, মো. রনক আহসান, প্রতীক কুমার ঘোষ, শেখ তাজুল ইসলাম তুহিন, অমিত কুমার চক্রবর্তী, মো. নাসির উদ্দিন, মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, মেছবাহুজামান চন্দন, আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, সম্পাদক খায়রুল বাসার, ভাইস প্রেসিডেন্ট মো. হাবিব আহমেদ হালিম মুরাদসহ আইইবির বিভিন্ন সেন্টার, সাব-সেন্টারের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত