Ajker Patrika

জাবির মুক্তমঞ্চে জলসিঁড়ির ‘কাওয়ালি সন্ধ্যা’ পরিবেশিত 

জাবি প্রতিনিধি
জাবির মুক্তমঞ্চে জলসিঁড়ির ‘কাওয়ালি সন্ধ্যা’ পরিবেশিত 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘কাওয়ালি সন্ধ্যা’ পরিবেশিত হয়েছে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি এই আয়োজন করে। পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক মেলার অংশ হিসেবে ফার্সি ও উর্দু গানের সমন্বয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 

আজ সোমবার রাত ৮টায় ‘আঁধার হোক চূর্ণ, নিত্য নব সত্য সুরে’ স্লোগানে গান পরিবেশনা শুরু হয়। 

সাংস্কৃতিক মেলার আহ্বায়ক ও সংগঠনটির সাধারণ সম্পাদক ফাইরুজ সাজিদা তাজরীন জানান, সাংস্কৃতিক মেলার প্রথম দিনে ‘বটতলা নাট্যদলের’ পরিবেশনায় গতকাল রোববার সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটক-রাইজ এন্ড সাইন মঞ্চায়িত হয়েছে। আজ সোমবার দ্বিতীয় দিনে ‘কাওয়ালি সন্ধ্যা’ পরিবেশিত হয়েছে।’ 

তিনি আরও জানান, তৃতীয় দিনে থাকছে নাট্যকেন্দ্রের প্রযোজনায় নাটক  ‘পুণ্যাহ’ এবং পয়লা মার্চ ও মেলার চতুর্থ দিনে থাকছে জলসিঁড়ির প্রযোজনায় নাটক ‘মহাবিদ্যা’। পঞ্চম দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাফে চত্বরে ফানুস উৎসবের মাধ্যমে এবারের সাংস্কৃতিক মেলা শেষ হবে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত