Ajker Patrika

১১০০ কোটি টাকার সার আত্মসাৎ: সাবেক এমপি পোটনসহ পাঁচজনের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। ফাইল ছবি
নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। ফাইল ছবি

প্রায় ১১০০ কোটি টাকার মূল্যের সার আত্মসাতের অভিযোগে নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম তথ্য জানান।

কামরুল আশরাফ খান পোটন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন— মেসার্স পোটন ট্রেডার্সের মহাপরিচালক মো. শাহাদত হোসেন, প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. নাজমুল আলম বাদল, উত্তরবঙ্গ প্রতিনিধি মো. সোহরাব হোসেন ও খুলনার নওয়াপাড়া প্রতিনিধি মো. আতাউর রহমান।

মামলার এজাহার থেকে জানা গেছে, পোটন ট্রেডার্সের মাধ্যমে আমদানি করা ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন এমওপি, টিএসপি ও ডিএপি সার সরবরাহ না করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই সারের বাজারমূল্য প্রায় এক হাজার ৮৪ কোটি ১ লাখ ৯ হাজার ৪১০ টাকা।

আকতারুল জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বিদেশ থেকে আমদানি করা এমওপি, টিএসপি ও ডিএপি সার সরবরাহের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিসিভার্স ও স্থানীয় পরিবহন ঠিকাদার হিসাবে ৮টি প্রতিষ্ঠানকে সরবরাহের জন্য চুক্তি হয়।

এর মধ্যে সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স চুক্তির শর্ত ভঙ্গ করে গুদামে না পৌঁছে বরাদ্দ করা সার সরবরাহ না করে ১ লাখ ৮৪ হাজার ৭১ মেট্রিক টন সার সরবরাহ না করে বিক্রি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত