Ajker Patrika

বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা থেকে বিএনপির কয়েক নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৫: ৩৭
বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা থেকে বিএনপির কয়েক নেতা-কর্মী আটক

কোটা আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে বায়তুল মোকাররমে বিএনপির গায়েবানা জানাজা থেকে কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বায়তুল মোকাররমের অভ্যন্তরে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, বরকত উল্লাহ বুলু, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফজলুল হক মিলন, ঢাকা উত্তরের সদস্যসচিব আমিনুল হক মিলন, খাইরুল কবির খোকনসহ বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী। 

জানাজার নামাজ আদায় শেষে পুলিশ বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম পরিচয় জানায়নি। বিএনপির নেতারা পুলিশের বাধার মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সাধারণ মুসল্লিরাও বায়তুল মোকাররমের গেটে অবস্থান করলে তাঁদেরও সরিয়ে দেয় পুলিশ। 

এ ছাড়া, বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে ও রাস্তায় উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি ও অন্যান্য সংগঠনের শতাধিক নেতা-কর্মী। 

জানাজায় উপস্থিত এক মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নামাজ পড়ার পর একটা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। একজন সাধারণ মুসলমান হিসেবে নামাজ আদায় করেছি। নামাজ পড়া শেষ হতেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আমি ভয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাই।’ 

মতিঝিল জোনের এডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘এখানে কোনো জানাজা অনুষ্ঠিত হয়নি। ভেতরে সাধারণ মুসল্লিরা নামাজ আদায় করেছে। তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছিল। গোয়েন্দা সংস্থার তথ্যমতে, এখানে নাশকতার আশঙ্কা ছিল। তাই আমরা জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছি।’ তবে কতজনকে আটক করা হয়েছে বা তাঁদের পরিচয় কী—এ বিষয়ে কিছু জানাননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত