নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে বায়তুল মোকাররমে বিএনপির গায়েবানা জানাজা থেকে কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বায়তুল মোকাররমের অভ্যন্তরে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, বরকত উল্লাহ বুলু, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফজলুল হক মিলন, ঢাকা উত্তরের সদস্যসচিব আমিনুল হক মিলন, খাইরুল কবির খোকনসহ বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী।
জানাজার নামাজ আদায় শেষে পুলিশ বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম পরিচয় জানায়নি। বিএনপির নেতারা পুলিশের বাধার মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সাধারণ মুসল্লিরাও বায়তুল মোকাররমের গেটে অবস্থান করলে তাঁদেরও সরিয়ে দেয় পুলিশ।
এ ছাড়া, বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে ও রাস্তায় উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি ও অন্যান্য সংগঠনের শতাধিক নেতা-কর্মী।
জানাজায় উপস্থিত এক মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নামাজ পড়ার পর একটা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। একজন সাধারণ মুসলমান হিসেবে নামাজ আদায় করেছি। নামাজ পড়া শেষ হতেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আমি ভয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাই।’
মতিঝিল জোনের এডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘এখানে কোনো জানাজা অনুষ্ঠিত হয়নি। ভেতরে সাধারণ মুসল্লিরা নামাজ আদায় করেছে। তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছিল। গোয়েন্দা সংস্থার তথ্যমতে, এখানে নাশকতার আশঙ্কা ছিল। তাই আমরা জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছি।’ তবে কতজনকে আটক করা হয়েছে বা তাঁদের পরিচয় কী—এ বিষয়ে কিছু জানাননি তিনি।
কোটা আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে বায়তুল মোকাররমে বিএনপির গায়েবানা জানাজা থেকে কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বায়তুল মোকাররমের অভ্যন্তরে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, বরকত উল্লাহ বুলু, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফজলুল হক মিলন, ঢাকা উত্তরের সদস্যসচিব আমিনুল হক মিলন, খাইরুল কবির খোকনসহ বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী।
জানাজার নামাজ আদায় শেষে পুলিশ বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম পরিচয় জানায়নি। বিএনপির নেতারা পুলিশের বাধার মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সাধারণ মুসল্লিরাও বায়তুল মোকাররমের গেটে অবস্থান করলে তাঁদেরও সরিয়ে দেয় পুলিশ।
এ ছাড়া, বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে ও রাস্তায় উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি ও অন্যান্য সংগঠনের শতাধিক নেতা-কর্মী।
জানাজায় উপস্থিত এক মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নামাজ পড়ার পর একটা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। একজন সাধারণ মুসলমান হিসেবে নামাজ আদায় করেছি। নামাজ পড়া শেষ হতেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আমি ভয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাই।’
মতিঝিল জোনের এডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘এখানে কোনো জানাজা অনুষ্ঠিত হয়নি। ভেতরে সাধারণ মুসল্লিরা নামাজ আদায় করেছে। তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছিল। গোয়েন্দা সংস্থার তথ্যমতে, এখানে নাশকতার আশঙ্কা ছিল। তাই আমরা জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছি।’ তবে কতজনকে আটক করা হয়েছে বা তাঁদের পরিচয় কী—এ বিষয়ে কিছু জানাননি তিনি।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৩ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন।
৩ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পাঁচ বছর পরও বেসরকারি ইউনাইটেড মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ একটি শর্ত পূরণ করতে পারেনি। আইনে ৫০ আসনের বিপরীতে ২৫০ শয্যার হাসপাতাল এবং শয্যার বিপরীতে ৭০ শতাংশ রোগী ভর্তি থাকার শর্ত থাকলেও এই মেডিকেল কলেজের হাসপাতাল ২০০ শয্যার এবং রোগী ভর্তির হার ১ শতাংশের কম।
৪ ঘণ্টা আগে