Ajker Patrika

আজ থেকে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালন করছে ছাত্রসংগঠনগুলো

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১১: ৫৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে ১৯টি ছাত্র সংগঠনের অংশগ্রহণে আলোচনা সভা হয়। ছবি: আজকের পত্রিকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে ১৯টি ছাত্র সংগঠনের অংশগ্রহণে আলোচনা সভা হয়। ছবি: আজকের পত্রিকা

আজ মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালন করবে ছাত্রসংগঠনগুলো। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংগঠনটির আহ্বানে গতকাল সোমবার সন্ধ্যায় এক জরুরি আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশব্যাপী চলমান বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে ১৯টি ছাত্র সংগঠনের অংশগ্রহণে দীর্ঘ চার ঘণ্টা আলোচনা হয়।

সভা শেষে সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এ সময় সদস্যসচিব আরিফ সোহেল, মুখপাত্র উমামা ফাতেমা ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আজকে মিটিংয়ে সিদ্ধান্তে পৌঁছেছি, আমাদের মতপার্থক্যের অনেক জায়গা থাকবে। তবে কিছু জায়গায় আমরা একমত থাকব। যেমন—আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। কোনো ফরম্যাটে আমরা আওয়ামী লীগকে দেখতে চাই না। সেটির একটি এক্সটেনডেড ভার্সন হচ্ছে গত তিনটি নির্বাচনে আওয়ামী লীগের যত এমপি আছেন, দ্রুত সময়ের মধ্যে তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। কারণ প্রতিটি আন্দোলনে সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করতে তাঁদের অবদান রয়েছে। দ্বিতীয়ত, প্রশাসনে যতগুলো রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তা থেকে মুক্ত করতে হবে। প্রশাসনকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, যারা স্বৈরাচারের বিরুদ্ধে সাংগঠনিকভাবে লড়েছে, আমরা সবাই একমত হয়েছি, আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করব। শহীদদের অবদান, বিগত ষোলো বছর আওয়ামী লীগ ও ছাত্রলীগ দ্বারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কী ধরনের নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে গেছে এবং জাতীয় স্বার্থে কেন আমাদের একসঙ্গে থাকতে হবে তা নিয়ে আলোচনা করব।’

জরুরি আলোচনা সভায় অংশ নেওয়া ১৯টি ছাত্রসংগঠনের প্রতিনিধিরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের (নুর) সভাপতি মোল্লা ইয়ামিন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের (রেজা কিবরিয়া) আহ্বায়ক মোল্লা রহমাতুল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশের কাউসার আহমাদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দিন মুহাম্মদ খালিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের সভাপতি মুহাম্মদ রায়হান আলী, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড, ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা, কওমী ছাত্র ফোরামের নুর হোাসাইন, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, জাতীয় ছাত্র সমাজের (জাফর) মো. মেহেদি হাচান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের সেক্রেটারি আশিকুর রহমান জাকারিয়া, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুনতাসির মাহমুদ, জাসদ ছাত্রলীগ (বিসিএল), জাতীয় ছাত্র সমাজের (পার্থ) সাইফুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত