Ajker Patrika

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৯: ৪৩
রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মঈনের নেতৃত্বে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের গতকাল বুধবার মারামারি ও ভুল-বোঝাবুঝি ঘটনার সুরাহা হয়েছে।

উভয় কলেজের শিক্ষার্থীরা, দুই কলেজের অধ্যক্ষ ও কলেজ প্রশাসনের বিভিন্ন স্তরের শিক্ষকদের উপস্থিতি এ ঘটনার সুরাহা করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে এক মিটিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক নেয়ামুল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনীর মধ্যস্থতায় মিটমাট হয়ে গেছে, গোলমালটা এখানে শেষ। আমাদের শিক্ষার্থীরাও ছিল, ঢাকা কলেজ প্রশাসন-শিক্ষার্থীরাও উপস্থিত ছিল। পাঁচটা কলেজের মধ্যে জয়েন ফ্যাক্টরিং টিম করব।

রোববার থেকে টিম কাজ করবে, আমরা শিগগিরই ক্লাসই খুলে দেব। যে পাঁচটি কলেজের মধ্যে জয়েন ফ্যাক্টরিং হবে, সেগুলো হলো—ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কলেজ, মুন্সি আব্দুর রউফ কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ।’

গতকাল বুধবার ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিকেলে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছুড়ছে, ফলে বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত এবং ওই এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল। গতকালের সংঘর্ষের ঘটনায় সহিংসতা এড়াতে উভয় কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ করেছে প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

ফারজানা রুপা ও শাকিলকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত