Ajker Patrika

রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের প্রাণহানি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মে ২০২৪, ০৮: ৪৯
রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের প্রাণহানি 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে তীব্র ঝোড়ো হাওয়া বইছে। সঙ্গে একটানা বৃষ্টি চলছে। এর মধ্যে বিদ্যুতায়িত হয়ে পৃথক স্থানে দুই জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, মরিয়ম বেগম (৪৫) ও রাকিব (২৫)। 

তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।   

সোমবার (২৭ মে) রাতে রাজধানীর খিলগাঁও ও রামপুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া রাত সাড়ে ১২টায় সেলফোনে জানান, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া দুই জনের মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। 

খিলগাঁও থানার ডিউটি অফিসার বলেন, রাত সাড়ে ৮টার দিকে মেরাদিয়া জামতলা এলাকায় বাসা থেকে বের হয়ে রাস্তায় এলে মরিয়ম নামের এক নারী বিদুৎস্পৃষ্টে মারা যান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

এদিকে রামপুরা থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) ওয়ালিউল্লাহ বলেন, রাকিব নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে জানতে পেরেছি।  রাত ১১টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। তাঁর লাশ ঢাকা মেডিকেলে রয়েছে। খবর পেয়ে থানা থেকে একটি টিম মেডিকেলের উদ্দেশে রওনা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত