Ajker Patrika

ফেসবুক পোস্টে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৪, ১৬: ৪৭
ফেসবুক পোস্টে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর

সাভার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী নাদিয়া নুর তনু ফেসবুকে পোস্টে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কারণ হিসেবে তাঁর বাবার গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন। আজ রোববার রাতে নাদিয়া নুর তনু তাঁর ফেসবুক আইডিতে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়ে পোস্ট দেন। 

নাদিয়া নূর তনু বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম (পাভেল) এর মেয়ে। 

নাদিয়া নুর তনু তার নিজ ফেসবুক আইডিতে পোস্টে লিখেন, ‘বিশেষ ঘোষণা:  প্রিয় সাভার উপজেলাবাসী আমি নাদিয়া নুর (তনু), আমার পিতা আলহাজ্ব আবু আহমেদ নাসীমের (পাভেল) শারীরিক অসুস্থতা জনিত কারণে লাইফ সাপোর্টে থাকার জন্য নির্বাচনে মনোনিবেশ করতে পারছি না। আমি জনগণের পাশে থাকতে চাই তবে আমার পিতার এই ক্রান্তিলগ্নে আমি নিজেকে তার পাশে রাখতে চাই, এবং এ জন্যই আমি কারও দ্বারা প্রভাবিত না হয়ে স্বেচ্ছায় নিজেকে নির্বাচন  প্রচারণা থেকে সরিয়ে নিচ্ছি। আমি আপনাদের মেয়ে,  ইনশাআল্লাহ নির্বাচন করি অথবা না করি আপনারা আমাকে আপনাদের পাশে আজীবন পাবেন।  পরিশেষে আমার পিতার সুস্থতা কামনায় আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি।’ 

এ বিষয়ে নাদিয়া নুর তনুকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি। 

স্ক্রিনশট-মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী নাদিয়া নুর তনু দেওয়া ফেসবুক পোস্টসাভারে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ৩ জন। বাকি দুজন হলেন ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহসভাপতি মনিকা হাসান এবং ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমী। আগামী ২১ মে সাভার উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত